TRENDING:

West Medinipur: মুচমুচে, ঝাল-ঝাল, নোনতা...স্বাদে অতুলনীয়! মাত্র ১০ টাকায় এতগুলো শিঙাড়া? হরিদার শিঙাড়া খেতে লম্বা লাইন

Last Updated:

আজও পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের দাসপুরে মাত্র দশ টাকায় ছ'টা সিঙ্গাড়া পাওয়া যায়? শুনে অবাক হচ্ছেন তো? হ্যাঁ, অবাক হওয়ারই কথা। এই অসম্ভবকে সম্ভব করেছেন হরিপদ সিং, যাঁর ‘হরিদার সিঙ্গাড়া দোকান’ এখন এক কথায় দাসপুরবাসীর গর্ব।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
পশ্চিম মেদিনীপুর:  শিঙাড়া নামটা শুনলেই সকালের নাস্তা, বিকেলের আড্ডা কিংবা বন্ধু-বান্ধবদের সঙ্গে গল্পের মুহূর্তে শিঙাড়া খাওয়ার স্মৃতি ভেসে ওঠে। খেতেও বেশ মজাদার—উপরে মুচমুচে আর ভিতরে ঝাল-মশলাদার আলুর পুর। সবার প্রিয় এই স্ন্যাক্স নানা জায়গায় নানা রকমে তৈরি হলেও, দাসপুরের এক দোকানের কথা না বললেই নয়। জানেন কি, আজও পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটালের দাসপুরে মাত্র দশ টাকায় ছ’টা শিঙাড়া পাওয়া যায়?
advertisement

শুনে অবাক হচ্ছেন তো? হ্যাঁ, অবাক হওয়ারই কথা। এই অসম্ভবকে সম্ভব করেছেন হরিপদ সিং, যাঁর ‘হরিদার শিঙাড়া দোকান’ এখন এক কথায় দাসপুরবাসীর গর্ব। মাত্র দশ টাকায় ছ’টি শিঙাড়া, আর তার স্বাদ একেবারে অতুলনীয়! একবার খেলেই বারবার ফিরে আসতে ইচ্ছে করে এই দোকানে। বিকেলের আগে থেকেই দোকান খুলে যায়, শুরু হয় শিঙাড়া তৈরির ব্যস্ততা। স্থানীয়দের পাশাপাশি দূর-দূরান্ত থেকেও মানুষ আসেন এই বিখ্যাত শিঙাড়া খেতেও বাড়ির জন্য কিনে নিতে।

advertisement

আরও পড়ুন: মুশকিলে পুতিন! রাশিয়াকে কোণঠাসার চেষ্টা ২৭ দেশের? সঙ্কটমোচনে পাশে দাঁড়াল ‘বন্ধু’ ভারত, নিষেধাজ্ঞা নিয়ে বড় বার্তা

হরিপদ সিং নিজেই জানান, “আগে বাইরে কাজ করতাম। একটা সময় কাজের অভাব দেখা দেয়, ঠিকমত রোজগার হচ্ছিল না। তখনই সিদ্ধান্ত নিই বাড়িতে ফিরে কিছু করব। সেই থেকেই শুরু এই শিঙাড়ার ব্যবসা, যা আজ সবাই চেনে ‘হরিদার দোকান’ নামে।” খুশি গ্রাহকেরা বলেন, “এই দামে, এই স্বাদ—আসলে হারিয়ে যাওয়া পুরোনো দিনের অনুভব ফিরিয়ে আনে হরিদার শিঙাড়া।”

advertisement

আরও পড়ুন: ‘শোলের’ এই সিনেই চলে সেন্সর বোর্ডের কাঁচি! ৫০ বছরে সামনে সেই দৃশ‍্য, কী ছিল ওই সিনে? কেন ছেঁটে ফেলা হয়? জানলে ঘুম উড়ে যাবে

দাসপুরে গেলে একবার হলেও এই দোকানে ঢুঁ না মেরে উপায় নেই। স্রেফ শিঙাড়া নয়, এখানে জড়িয়ে আছে এক মানুষের সংগ্রামের গল্প, এক অসাধারণ স্বাদের ইতিহাস।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
চা বিক্রির টাকায় তিন বছরে ৬৯ হাজার কয়েন! মেয়ের জন্য স্কুটি কিনে চমকে দিলেন বাবা
আরও দেখুন

মিজানুর রহমান

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
West Medinipur: মুচমুচে, ঝাল-ঝাল, নোনতা...স্বাদে অতুলনীয়! মাত্র ১০ টাকায় এতগুলো শিঙাড়া? হরিদার শিঙাড়া খেতে লম্বা লাইন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল