আরও পড়ুন: রূপকথার গল্পকে হার মানায়! মৃত তৃণমূল নেতা সইফুদ্দিনের কীভাবে উত্থান? জানলে হাঁ হয়ে যাবেন
ছোট থেকে রং তুলির সঙ্গে বড় হয়েছে ইন্দ্রনীল। ছবি আঁকতে ভালোবাসেন। বাড়ির দেওয়ালে সেই ছাপ পড়েছে। তবে বর্তমানে প্লাস্টিকের ব্যবহার বাড়ায় চিন্তিত তিনি। প্লাস্টিক মুক্ত সমাজ গড়ে তুলতেই তিনি কাগজের দেশের পথচলা শুরু করেন।মূলত কম খরচে এবং প্লাস্টিকের ব্যবহার ছাড়াই রংবেরঙের কাগজ দিয়ে তৈরি করা হচ্ছে বিভিন্ন ধরনের ফুল এবং ঘর সাজানোর সামগ্রী। এই সব কিছুই একত্রিত করে উপস্থাপন করা হয়েছে কাগজের দেশ।
advertisement
তবে শুধু ইন্দ্রনীল নয় নামখানা এলাকার বিভিন্ন প্রান্তে ইন্দ্রনীলের হাত ধরে তৈরি হয়েছে বহু কাগজের দেশের কারিগর। ইতিমধ্যেই কচিকাঁচা স্কুল পড়ুয়ারা নিযুক্ত হয়েছে এই কাজে। কচিকাঁচা স্কুল পড়ুয়াদের নিপুণকারুকার্যে ভরপুর এই কাগজের দেশ ইতিমধ্যেই বেশ প্রশংসা কুড়িয়েছে সমাজের বিভিন্ন স্তরের মানুষদের থেকে। আপনিও এই কাগজের দেশ দেখতে আসতে পারেন নামখানাতে।
নবাব মল্লিক