TRENDING:

২০ ঘণ্টা বন্ধ শিয়ালদহগামী বনগাঁ ও হাসনাবাদ শাখার রেল পরিষেবা, যাত্রীদের দুর্ভোগ এড়াতে বিশেষ ব্যবস্থা

Last Updated:
impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: শনিবার ও রবিবার কুড়ি ঘন্টা শিয়ালদহগামী বনগাঁ ও হাসনাবাদ শাখার রেল পরিষেবা বন্ধ থাকবে।
advertisement

বারাসাত ১২ নং সংলগ্ন ভূগর্ভস্থ পথ তৈরি হবার ফলে রেল পরিষেবা বন্ধ থাকবে। প্রায় কুড়ি ঘন্টা শিয়ালদহ গামী ট্রেন মধ্যগ্রাম থেকে ছাড়বে । এর ফলে বনগাঁ /হাসনাবাদ শাখার যাত্রীরা নাকাল হবে বলে আশঙ্কা করা হচ্ছে। যদিও আঞ্চলিক পরিবহন অধিকর্তা সিদ্ধার্থ রায় জানান,অটো, ই রিকশা, ম্যাজিক কার দিয়ে এই অচলাবস্থাকে সামাল দেওয়া হবে। সেক্ষেত্রে বারাসাতের অদূরের রেলস্টেশন এর যাত্রীদের বারাসতে এনে তারপর ব্রেক করে মধ্যমগ্রাম অবধি যাতায়াতের ব্যবস্থা করা হবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
দিঘা যাওয়ার পথে নেগুয়া গ্রাম! এখানেই রয়েছে বঙ্কিমচন্দ্রের রহস্যময় ইতিহাস, জানুন
আরও দেখুন

এই মর্মে বিভিন্ন ইউনিয়নের সঙ্গে মিটিং করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান সিদ্ধার্থ বাবু। দীর্ঘ টালবাহানা র পর অবশেষে বারাসাতের ১২নং রেল গেটের সাবওয়ের কাজ শুরু হতে চলেছে। আমরা দেখিয়ে ছিলাম ঝুঁকির পারাপার।আজ এ মর্মে কলেজ যাত্রী থেকে স্কুল পড়ুয়া সকলেই এই ধরনের কর্মকান্ডে খুশি।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
২০ ঘণ্টা বন্ধ শিয়ালদহগামী বনগাঁ ও হাসনাবাদ শাখার রেল পরিষেবা, যাত্রীদের দুর্ভোগ এড়াতে বিশেষ ব্যবস্থা