দশমীর বিষাদ এখনও কাটেনি। তার মধ্যেই বোলপুরের কঙ্কালীতলায় ফিরে এল পুজোর গন্ধ। শুক্রবার, ত্রয়োদশীতে একান্ন কুমারীর পুজো হল মন্দির চত্বরে। পুরাণ অনুযায়ী, সতী রূপে দেবী দুর্গার একান্ন খণ্ড হয়েছিল। সেই একান্ন খণ্ডকে একান্ন কুমারীর মধ্যে দিয়ে পুজো করার রীতি কঙ্কালীতলায়। প্রথার সঙ্গে জুড়ে স্বপ্নাদেশের গল্প। জনশ্রুতি, চুয়াল্লিশ বছর আগে বিপ্রটিকুড়ি গ্রামের বাসিন্দা মুক্তানন্দ মহারাজ ওরফে বুদ্ধদেব চট্টোপাধ্যায় শুরু করেন একান্ন কুমারীর পুজো।
advertisement
আরও পড়ুন - বিসর্জনের পর শোচনীয় অবস্থা জলাশয়ের, দূষণ রুখতে অভিযান পুরসভার
বোলপুরের বিভিন্ন গ্রাম ছাড়াও শহর থেকে আসে কুমারীরা। মন্দির চত্বরে সবাইকে একসঙ্গে বসিয়ে চলে হোমযজ্ঞ, পুজাপাঠ। সবশেষে বিশেষ ভোগের আয়োজন।
প্রতি ত্রয়োদশীর মত এবছরও একান্ন কুমারীর পুজো ঘিরে জমে ওঠে একান্ন পীঠের অন্যতম কঙ্কালীতলা।
আরও দেখুন