হার্ট কর্তৃপক্ষের তরফে এবার তাঁত শিল্পীদের জন্য বিশেষ উদ্যোগ। যাঁরা হস্তচালিত তাঁত শিল্পী এবং শুধুমাত্র হস্তচালিত তাঁতের শাড়ি বিক্রি করেন, তাঁদের জন্য এবার বিনামূল্যে বসতে দেওয়ার সুযোগ করে দেওয়া হচ্ছে। তবে অন্য কোনও কিংবা ভিন রাজ্যের শাড়ি নয়, শুধু শান্তিপুরের এবং বাংলার হস্ত চলিত তাঁতের শিল্পীদেরই দেওয়া হবে বিনামূল্যে এই চালা। তা সে যেখানকার শিল্পী হন না কেন।
advertisement
হাট কর্তৃপক্ষের মতে, প্রায় ৫০০টিরও বেশি চালা বর্তমানে তৈরি রয়েছে তাঁদের জন্য। মূলত তাঁত শিল্পীরা মহাজনের মাধ্যমে ব্যবসা করেন এবার তাঁদের নিজস্ব প্রোডাক্ট সরাসরি ক্রেতাদের হাতে তুলে দিতে এই বিশেষ উদ্যোগ বলে জানিয়েছেন হাটের বর্তমান কর্ণধার বিভাস ঘোষ।
তাঁত বস্ত্র ব্যবসায়ী সমিতির পক্ষ থেকে জানানো হয় খুব ভাল উদ্যোগ। অতীতে যেভাবে তাঁত শাড়ির সুনাম ছিল বিশ্ব দরবারে বর্তমানে তা দুর্দশায়! তবে হাট কর্তৃপক্ষ যে চিন্তাভাবনা নিয়েছে, সেই রকম সকলেই যদি একটু করে ভাবে তাহলে তাঁত শিল্পের জৌলুস পুরোপুরি ফিরে না এলেও জীর্ণতা কিছুটা কমবে বলে মনে করছেন তাঁরা।
মৈণাক দেবনাথ





