TRENDING:

Fan: সারামাস ঘুরবে পাখা, বিদ‍্যুতের বিল এত কম! দাম কত জানেন এই ফ‍্যানের? জানলে এখনই কিনবেন

Last Updated:

Fan: সারা দিনরাত চলেও নামমাত্র হবে বিদ্যুৎ খরচ। এক মাসে মাসে বিদ্যুৎ খরচ হবে মাত্র ৫৯ টাকা

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
হুগলি: সারা দিনরাত চলেও নামমাত্র হবে বিদ্যুৎ খরচ। এক মাসে মাসে বিদ্যুৎ খরচ হবে মাত্র ৫৯ টাকা! এমনই বিএলডিসি পাখা তৈরি করেছে পোলবার সুগন্ধার এক সংস্থা। “টিফোজ ৯৯৯” রকেট নামে সেই পাখার আনুষ্ঠানিক উদ্বোধন হয় পোলবার সুগন্ধায় সাইনোসোর কারখানায়।
advertisement

উদ্বোধনে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী উজ্বল বিশ্বাস, বেচারাম মান্না, জাভেদ আহমেদ খান, হুগলি জেলা পরিষদের সভাধিপতি রঞ্জন ধারা, বিডিও পোলবা জগদীশ বাড়ুই, সাইনোসোর সংস্থার কর্নধার সম্পূর্না ও সম্রাজ্ঞী ঘোষ-সহ বিশিষ্টরা।

আরও পড়ুন: ১২ বছর পর তৈরি হবে গজকেশরী যোগ! ৫ রাশির বৃহস্পতি তুঙ্গে, ব‍্যাঙ্ক ব‍্যালেন্স উপচে পড়বে

advertisement

মন্ত্রী বেচারাম মান্না বলেন, ‘‘দেড়শ থেকে দু’শো জন কর্মী সরাসরি কাজ করছেন। ডিলার ও রিটেলার নিয়ে পরোক্ষ ভাবে কয়েকশ লোকের কর্মসংস্থান হবে। রাজ্য সরকার এই ধরনের এমএসএমই গুলোকে সাহায্য করছে। সাধারন মানুষ স্বল্প মূল্যে পাখা পাবে আবার বিদ্যুৎ সাশ্রয় হবে। রকেটের মত ছুটবে টিফোজ পাখা। বিজ্ঞান ও প্রযুক্তি দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস বলেন, প্রযুক্তি এগোচ্ছে তার ফসল ঘরে ঘরে পৌঁছোচ্ছে। টিফোজের বিএলডিসি পাখা আমি নিজে ব্যবহার করেছি খুব ভাল চলছে।’’

advertisement

বিপর্যয় মোকাবিলা দফতরের মন্ত্রী জাভেদ আহমেদ খান বলেন, ‘‘গরিব নিম্ন মধ্যবিত্ত মানুষের জন্য এই বিএলডিসি পাখা খুবই উপযোগী। কারণ এতে বিদ্যুৎ খরচ খুবই কম। ২৮ ওয়াটের পাখা সারাদিন চললেও বিদ্যুৎ খরচ হবে নাম মাত্র। বাংলায় এই পাখা তৈরি হচ্ছে এটা গর্বের।’’

আরও পড়ুন: টাকা, সাফল‍্য হাতের মুঠোয়! এই তারিখগুলিতে জন্ম নিলেই কোটিপতি হওয়া কেউ আটকাতে পারবে না

advertisement

সংস্থার অন্যতম কর্নধার সম্পূর্ণা ঘোষ বলেন, ‘‘বাংলার ঘরে ঘরে সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য বিএলডিসি প্রযুক্তির পাখা আমরা তৈরি করছি। এক বছর ধরে আমরা টেস্ট রান করেছি। খুব ভালসারা পেয়েছি। ভারত সরকার বলে দিয়েছে ফাইভ স্টার ছাড়া পাখা এখন চলবে না। ফাইভ স্টার বিএলডিসি পাখা যেগুলো এখন বাজারে পাওয়া যায় তার দামও প্রচুর।’’

advertisement

তিনি আরও বলেন, ‘‘সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। সেই কারণে আমরা ৯৯৯ টাকায় এই পাখা নিয়ে এসেছি। যেহেতু আমাদের কারখানাতেই এই পাখা তৈরি হচ্ছে তাই আমরা দামটা কম রাখতে পেরেছি। বর্তমান সময়ে বিদ্যুৎ সাশ্রয় করা খুবই জরুরী। তাই ভারত সরকারও বলছে বিএলডিসি পাখা ব্যবহার করতে। যাদের বাড়িতে রয়েছে তারা যদি বিএলডিসি পাকা নিতে চান তাহলে পুরনো পাখা এক্সচেঞ্জ করতে পারেন সেই অফারও ডিলারদের দেওয়া হয়েছে। আমরা ইতিমধ্যেই ৬২ হাজার পাখা বিক্রি করেছি যার একটারও অভিযোগ আসেনি।’’

আরও পড়ুন: পায়ের বুড়ো আঙুলের চেয়ে কী পাশের আঙুল বেশি লম্বা? জানেন কেমন মানুষ হন এরা? পায়ের আঙুল দেখেই চিনে নিন চরিত্র

এই পাখা বাংলাতেই তৈরি হচ্ছে তাই বাংলার মানুষের মন জয় করবে। দুই শতাধিক কর্মী আমাদের কারখানায় কাজ করছে। আগামী দিনে বিদেশের মার্কেটে ও জায়গা করে নেবে এই পাখা। রাজ্যের বিভিন্ন জেলা থেকে ডিলার ডিস্ট্রিবিউটরা এ দিনের অনুষ্ঠানে যোগ দিতে আসেন।

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

রাহী হালদার

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Fan: সারামাস ঘুরবে পাখা, বিদ‍্যুতের বিল এত কম! দাম কত জানেন এই ফ‍্যানের? জানলে এখনই কিনবেন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল