কোন্নগরের সুপরিচিত আবৃত্তি প্রশিক্ষণ কেন্দ্র ‘আবৃত্তির আলোকে’র ২৩তম বার্ষিক অনুষ্ঠানে এক ব্যতিক্রমী আয়োজনের সাক্ষী রইল। কোন্নগর প্রেক্ষাগৃহে আয়োজিত এই অনুষ্ঠানের মূল আকর্ষণ ছিল ৫০০ কণ্ঠে সমবেত আবৃত্তি। চারটি কবিতা একযোগে আবৃত্তি করেন সংস্থার ১৮৫ জন ছাত্রছাত্রী। তাঁদের অভিভাবক ও শুভানুধ্যায়ী মিলিয়ে প্রায় ৫০০ জন অংশগ্রহণকারী। সমবেত কণ্ঠে গলা মিলিয়ে কবিতা পাঠের এই আয়োজন আবৃত্তিচর্চায় এক নতুন মাত্রা যোগ করল বলে মত উপস্থিত দর্শকদের।
advertisement
আরও পড়ুনঃ IND vs ENG: দল থেকে বাদ ৩ তারকা! দ্বিতীয় টেস্টে জয়ে ফিরতে ভারতীয় দলে বড় বদল! একের পর এক চমক!
আবৃত্তির সঙ্গে এ দিন ছিল নৃত্য, নাটক ও সৃজনশীল পরিবেশনারও বাহার। অনুষ্ঠান পরিচালনায় ছিলেন সংস্থার কর্ণধার ও বিশিষ্ট আবৃত্তি শিক্ষক রূপম বসু। এ বছর তাঁর আবৃত্তি শিক্ষকতা জীবনের ২৫তম বর্ষ পূর্ণ হল। রূপমবাবু জানান,”আমরা চেয়েছিলাম সবাই মিলে একটা নির্মল পরিবেশে, মোবাইলকে দূরে সরিয়ে রেখে একটা অনুষ্ঠান করতে। এ দিনের অনুষ্ঠান কোন্নগরের সংস্কৃতিপ্রেমী মানুষের কাছে একটি আবেগঘন মিলনক্ষেত্র হয়ে উঠেছিল।”
রাহী হালদার