আরও পড়ুন: ছোটদের খেলনাই বড়দের রুটিরুজি, সংসার সামলে উপার্জনের দিশা দেখাচ্ছেন অর্চনা
বাঁকুড়া জেলার মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি বৈঠকে প্রশ্নপত্রে কোড নম্বর দেওয়ার বিষয়টি ব্যাখ্যা করেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি ডঃ রামানুজ গঙ্গোপাধ্যায়। সেই সঙ্গে এবারের মাধ্যমিক পরীক্ষায় আর কী কী নতুন পদক্ষেপ করা হচ্ছে সেগুলিও জানান পর্ষদ সভাপতি। এই প্রতিবেদন থেকে পরীক্ষার্থীদের অভিভাবকরা সেগুলো জেনে নিন।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
https://whatsapp.com/channel/0029VaA776LIN9is56YiLj3F
২০২৪-এর মাধ্যমিক পরীক্ষার প্রাক্কালে জেলায় জেলায় বিশেষ বৈঠকের উদ্যোগ নিয়েছে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ। তারই অঙ্গ হিসেবে এদিন বাঁকুড়া শহরের বঙ্গ বিদ্যালয়ের সভাকক্ষে বৈঠক সারলেন মধ্যশিক্ষা পর্ষদের আধিকারিকরা। এবার বেশ কিছু নতুন বিধি লাগু হয়েছে মাধ্যমিক পরীক্ষা ব্যবস্থায়। সেই সম্পর্কে আলোকপাত এবং মাধ্যমিক পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য আর কী কী উপায় গ্রহণ করা যেতে পারে তার উপরও আলোচনা হয়। বইঠকে পর্ষদ সভাপতি জানান, গত বছরের তুলনায় এবার মাধ্যমিক পরীক্ষা স্বাভাবিক ছন্দে ফিরছে। ভালো সংখ্যায় পরীক্ষার্থীরা পরীক্ষা দেবে৷ এবার পরীক্ষা ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে। বাঁকুড়া জেলায় এবার মোট ১১৭ টি পরীক্ষা কেন্দ্র হবে।
নীলাঞ্জন ব্যানার্জী