সেই দিক থেকে প্রতিবার দর্শকদের অন্যতম আকর্ষণ থাকে এই পুজো। এখানের ৮-৮০ বয়সের মানুষের কাছে দুর্গাপুজোর থেকে বেশি আকর্ষণ কালী পুজো। শতাব্দী প্রাচীন এই পুজো উপলক্ষে ধারাবাহিক ভাবে সংস্কৃতিক চর্চা হয়ে আসছে। গত বছর শতবর্ষ পূর্তিতে মৃৎ শিল্পীদের নানা চিত্র তুলে ধরা হয়েছিল মণ্ডপে। এবার ১০১ তম বর্ষে অধিবাসীদের জীবন চিত্র ফুটে উঠেছে মণ্ডপে। তবে এবার এই পুজোর অন্যতম আকর্ষণ হল জ্যোতিষ শিবির।
advertisement
এ প্রসঙ্গে উদ্যোক্তা দীপঙ্কর ঘোষ জানান, বর্তমান সময়ে মানুষ চলার পথে নানা সমস্যা সমাধানে জ্যোতিষ শাস্ত্রর উপর গুরুত্ব দিচ্ছে। সেই দিক বহু মানুষ রয়েছে যারা জ্যোতিষ পরামর্শ থেকে তাদের নানা সমস্যা দূর করার চেষ্টা করছেন। এর মধ্যমে বহু মানুষ উপকৃত হচ্ছে। তবে অনেকই সঠিক জ্যোতিষের কাছে না যেতে পেরে বিভিন্ন ভাবে প্রতারিত হবার সম্ভবনা থেকে যায়। সেই দিক গুরুত্ব রেখেই এই জ্যোতিষ শিবিরের আয়োজন।
পাশাপাশি এমন অনেক মানুষ যাদের মধ্যে জ্যোতিষ পরামর্শ নেবার ইচ্ছা ছিল দীর্ঘদিন। কিন্তু কোনও ভাবে সম্ভব হয়ে ওঠেনি। সেই সমস্ত মানুষও দারুন উৎসাহের সঙ্গে এই জ্যোতিষ শিবিরে হাজির।
Rakesh Maity