দক্ষিণ দিনাজপুর জেলায় বড় মাপের শিল্প তেমন নেই। তাই দীর্ঘদিন ধরেই জেলাবাসীর দাবি, এখানে অতিক্ষুদ্র, ক্ষুদ্র, মাঝারি শিল্প গঠন করা হোক। সেই অনুযায়ী রাজ্যের তরফে জেলার উদ্যোগপতিদের উৎসাহ প্রদান করা হয়। তাতে ফলও মেলে। ২০২১ সালে বালুরঘাট শহর লাগোয়া ৫১২ নম্বর জাতীয় সড়কের পাশে রায়নগর এলাকার এই প্রকল্পের জমি চিহ্নিতকরণ করা হয়।
advertisement
মুখ্যমন্ত্রীর শিল্প পার্ক গড়ার ঘোষণায় খুশি ছড়ায় জেলাবাসীর মধ্যে। গত দু’বছরে জেলায় বেশ কয়েকটি মাঝারি শিল্প গড়ে উঠেছে। এর মধ্যে পাটজাত দ্রব্যের সামগ্রী তৈরির কারখানা, কয়লার সমতুল্য বিকল্প জ্বালানি বায়োমাস ব্রিকেট ইন্ডাস্ট্রি সহ বেশ কিছু কারখানা গড়া হয়েছে। তবুও এই জেলায় শিল্প তেমন আহামরি নয়।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
জেলা প্রশাসন সূত্রে খবর, সাড়ে ছ’একর এই জমিতে রাজ্য সরকার এবং ব্যক্তিগতভাবে বেশ কয়েক কোটি টাকার বিনিয়োগ হবে। এই শিল্প পার্কে ১৫ টি ইউনিট কাজ করবে। প্রায় সাত হাজার মানুষের কর্মসংস্থান হবে। এই জমি বন্টন হবে কলকাতা অফিস থেকে। প্রয়োজন পড়লে জেলার মতামত নেওয়া হতে পারে। আর এখানেই প্রশ্ন তুলেছে জেলার একাংশ। তবে সরকারি নীতি অনুযায়ী শিল্প পার্ক গড়ে উঠবে বলে জানা গিয়েছে।
সুস্মিতা গোস্বামী





