TRENDING:

বাংলাদেশি যুবক আচমকা ঢুকে এল শোবার ঘরে...! দুঃসাহসিক তাণ্ডবে রক্তাক্ত গৃহবধূ, রণক্ষেত্র হিলি সীমান্তের গ্রাম

Last Updated:

সীমান্ত পেরিয়ে এপার বাংলার ঘরে ঢুকে দুঃসাহসিক তাণ্ডব এক বাংলাদেশি যুবকের। গৃহবধূর বাড়িতে ঢুকে চুরির চেষ্টা, বাঁধা পেতেই ধারালো অস্ত্রের কোপে রক্তাক্ত হলেন গৃহবধূ। তোলপাড় গোটা এলাকা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ দিনাজপুর: তিনদিক সীমান্ত বেষ্টিত দক্ষিণ দিনাজপুরের হিলির জয়ন্তীপুর যেন রণক্ষেত্র। সীমান্ত পেরিয়ে এপার বাংলার একটি বাড়িতে রীতিমতো ঘরে ঢুকে দুঃসাহসিক তাণ্ডব চালাল এক বাংলাদেশি যুবকের। সঙ্গে ছিল স্থানীয় এক সহযোগীও।
সীমান্তে দুঃসাহসিক তাণ্ডব 
সীমান্তে দুঃসাহসিক তাণ্ডব 
advertisement

অভিযোগ, গৃহবধূর বাড়িতে ঢুকে চুরির চেষ্টা, বাঁধা পেতেই ধারালো অস্ত্রের কোপে রক্তাক্ত হলেন গৃহবধূ। তাঁরপরেই অভিযুক্তদের খোঁজে তোলপাড় গোটা এলাকা। অবশেষে দু’দিন পর গ্রামে ফিরতেই উত্তেজিত জনতার হাতে ধরা পড়ল দুই যুবক। শুরু হয় বেধড়ক গণপিটুনি। শেষমেশ পুলিশের হাতেই তুলে দেওয়া হয় তাদের। ঘটনার পর থেকে আতঙ্কে স্তব্ধ হয়ে গিয়েছে সীমান্তের গ্রামাঞ্চল।

advertisement

আরও পড়ুন: সুপ্রিম কোর্টের নির্দেশ..! SSC পরীক্ষায় ১০ দিন বাড়ানো হল ফর্ম ফিলাপের সময়সীমা, পরীক্ষার দিন বদলের সম্ভাবনা? স্পষ্ট করে দিল রাজ্য

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম প্রণব দাস ও মদন দাস। প্রণব বাংলাদেশের নাগরিক। কয়েকদিন ধরেই আত্মগোপন করেছিল জয়ন্তীপুরের বাসিন্দা মদন দাসের বাড়িতে। চুরির উদ্দেশ্য নিয়ে প্রতিবেশী কল্পনা দাসের বাড়িতে ঢুকে পড়ে তারা, সেইসময় কল্পনা দেবী তাদের বাধা দিতে যেতেই অভিযুক্তদের ধারালো অস্ত্রের আঘাতে রক্তাক্ত হয়ে পড়েন তিনি।

advertisement

View More

আরও পড়ুন: মাছ তো নয়, ‘মহামাছ’…! ইলিশ, পাবদা ছেড়ে খেতে শুরু করুন এই ‘মাছ’, কমায় কোলেস্টেরল থেকে ওজন, ভাল রাখে হার্ট, ‘নাম’ জেনেই ছুটুন বাজার!

মহিলার চিৎকারে প্রতিবেশীরা ছুটে এসে তাঁকে উদ্ধার করে ভর্তি করেন বালুরঘাট সুপার স্পেশালিটি হাসপাতালে। এরপরেই হাসপাতাল থেকে ছাড়া পেয়ে কল্পনা দেবী লিখিত অভিযোগ দায়ের করেন হিলি থানায়।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
কালীপুজোর রাতে পুড়ে ছাই হয়ে গেল বাড়ি! বিধ্বংসী অগ্নিকাণ্ডে ২ পরিবারের সর্বনাশ
আরও দেখুন

এদিন প্রণব ও মদন গ্রামে ফিরতেই উত্তেজনা চরমে ওঠে গোটা জয়ন্তীপুরে। চারদিক থেকে মানুষ ছুটে এসে দু’জনকে ঘেরাও করে শুরু হয় গণপ্রহার। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে হিলি থানার পুলিশ অভিযুক্তদের গ্রেফতার করে। এরপর তাদের বালুরঘাট জেলা আদালতে তোলা হলে বিচারক ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বাংলাদেশি যুবক আচমকা ঢুকে এল শোবার ঘরে...! দুঃসাহসিক তাণ্ডবে রক্তাক্ত গৃহবধূ, রণক্ষেত্র হিলি সীমান্তের গ্রাম
Open in App
হোম
খবর
ফটো
লোকাল