TRENDING:

বাঁকুড়ায় তৃণমূল নেতা খুনে গঠিত SIT

Last Updated:

বাঁকুড়ার রাইপুরে তৃণমূল নেতা খুনের ঘটনায় মৃত অনিল মাহাতোর স্ত্রী সুলেখা মাহাতো সাত জনের বিরুদ্ধে রাইপুর থানায় অভিযোগ দায়ের করল । তদন্তের স্বার্থে অভিযুক্তদের নাম এখনই সামনে আনতে চাইছে না বাঁকুড়া জেলা পুলিশ ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#বাঁকুড়া: বাঁকুড়ার রাইপুরে তৃণমূল নেতা খুনের ঘটনায় মৃত অনিল মাহাতোর স্ত্রী সুলেখা মাহাতো সাত জনের বিরুদ্ধে রাইপুর থানায় অভিযোগ দায়ের করল । তদন্তের স্বার্থে অভিযুক্তদের নাম এখনই সামনে আনতে চাইছে না বাঁকুড়া জেলা পুলিশ ।
advertisement

তবে সূত্রের খবর এই সাত জনই দলের অন্দরে অনিল মাহাতো গোষ্ঠীর বিরোধী হিসাবে পরিচিত জগবন্ধু মাহাতো গোষ্ঠীর কর্মী সমর্থক । অভিযুক্ত সাত জনের মধ্যে এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি । এদিকে অনিল মাহাতো খুনের ঘটনায় কর্তব্যে গাফিলাতির অভিযোগে ইতিমধ্যেই অনিল মাহাতোর দেহরক্ষী বিশ্বজিত রজতকে সাসপেন্ড করা হয়েছে । গোটা ঘটনার ত্তদন্তের জন্য ইতিমধ্যেই খাতড়ার এসডিপিও র নেতৃত্বে সিট ( special investigation team ) গঠন করেছে বাঁকুড়া জেলা পুলিশ ।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

বৃহস্পতিবার সন্ধেয় রাইপুরের মোটবোদায় পার্টি অফিস থেকে ফেরার সময় খুন হন যুব তৃণমূল নেতা অনিল মাহাতো। অফিস থেকে বেরিয়ে গাড়িতে ওঠার সময় তিন দুষ্কৃতী আক্রমণ করে তাঁকে ৷ গুলি করে বাইকে চেপে পালিয়ে যায় তারা ৷ পাঁজরের নীচে তিনটি গুলি লেগে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন অনিল মাহাতো ৷ হাসপাতালে  নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা ৷

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বাঁকুড়ায় তৃণমূল নেতা খুনে গঠিত SIT