তবে সূত্রের খবর এই সাত জনই দলের অন্দরে অনিল মাহাতো গোষ্ঠীর বিরোধী হিসাবে পরিচিত জগবন্ধু মাহাতো গোষ্ঠীর কর্মী সমর্থক । অভিযুক্ত সাত জনের মধ্যে এখনও পর্যন্ত কেউ গ্রেফতার হয়নি । এদিকে অনিল মাহাতো খুনের ঘটনায় কর্তব্যে গাফিলাতির অভিযোগে ইতিমধ্যেই অনিল মাহাতোর দেহরক্ষী বিশ্বজিত রজতকে সাসপেন্ড করা হয়েছে । গোটা ঘটনার ত্তদন্তের জন্য ইতিমধ্যেই খাতড়ার এসডিপিও র নেতৃত্বে সিট ( special investigation team ) গঠন করেছে বাঁকুড়া জেলা পুলিশ ।
advertisement
বৃহস্পতিবার সন্ধেয় রাইপুরের মোটবোদায় পার্টি অফিস থেকে ফেরার সময় খুন হন যুব তৃণমূল নেতা অনিল মাহাতো। অফিস থেকে বেরিয়ে গাড়িতে ওঠার সময় তিন দুষ্কৃতী আক্রমণ করে তাঁকে ৷ গুলি করে বাইকে চেপে পালিয়ে যায় তারা ৷ পাঁজরের নীচে তিনটি গুলি লেগে ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন অনিল মাহাতো ৷ হাসপাতালে নিয়ে গেলে তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা ৷