অবরোধকারীদের অভিযোগ মুরারই স্টেশনে সাহেবগঞ্জ রামপুরহাট লোকাল ট্রেনের সময় ৭ টা ১৭ মিনিট কিন্তু দীর্ঘদিন ধরে ট্রেন দেরিতে আসে। মুরারই থেকে রামপুরহাট ৩৩ কিলোমিটার রাস্তা ৩ ঘন্টা সময় লাগে। তার ফলে কর্মক্ষেত্রে সময় মতো কেউ যেতে পারেন না। দিন কয়েক আগে বীরভূমের মল্লারপুর ও রামপুরহাট রেলস্টেশনে অবরোধ করে যাত্রীরা। রেলের কর্তৃপক্ষ আশ্বাস দিলেও কিন্তু ট্রেন সঠিক সময় আসে না । এর প্রতিবাদ জানিয়েই এদিন অবরোধ শুরু করেন যাত্রীরা ৷ এদিকে আজ মাধ্যমিক পরীক্ষা থাকায় সমস্যায় পড়ে পরীক্ষার্থীরা ও স্কুল শিক্ষক ও শিক্ষিকারা। রেলের আধিকারিকরা ও মুরারই থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয় ৷
advertisement
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 28, 2017 12:49 PM IST