TRENDING:

মনোনয়ন প্রত্যাহারের শেষদিনেও অধীর দুর্গেই জোটের জট

Last Updated:

অধীর-দুর্গ মুর্শিদাবাদেই বেহাল বাম-কংগ্রেস সমঝোতা। জেলার ২২টি আসনের মধ্যে ১০টিতেই সম্মুখ সমরে বাম ও কংগ্রেস। পরিস্থিতির জন্য বামেদেরই কাঠগড়ায় তুলেছেন অধীর চৌধুরী। এই ত্রিমুখী লড়াইয়ের অ্যাডভান্টেজ নিতে কোমর বাঁধছে তৃণমূল।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#মুর্শিদাবাদ: অধীর-দুর্গ মুর্শিদাবাদেই বেহাল বাম-কংগ্রেস সমঝোতা। জেলার ২২টি আসনের মধ্যে ১০টিতেই সম্মুখ সমরে বাম ও কংগ্রেস। পরিস্থিতির জন্য বামেদেরই কাঠগড়ায় তুলেছেন অধীর চৌধুরী। এই ত্রিমুখী লড়াইয়ের অ্যাডভান্টেজ নিতে কোমর বাঁধছে তৃণমূল।
advertisement

রাজ্যে বাম-কংগ্রেস নির্বাচনী সমঝোতার অন্যতম কাণ্ডারী তিনিই। অথচ সেই অধীর চৌধুরীর দুর্গ, মুর্শিদাবাদই বিদ্ধ জোট জটিলতায়। ২১ এপ্রিল তৃতীয় দফার ভোটে ভাগ্য মুর্শিদাবাদের ২২টি আসনের নির্ধারণ হবে । বৃহস্পতিবারই ছিল মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। ডেটলাইন শেষে দেখা গেল জেলার ২২টি আসনের মধ্যে ১০টিতেই মুখোমুখি লড়াইয়ে বাম-কংগ্রেস।

একনজরে দেখে নেওয়া যাক ‘জোট চিত্র’

advertisement

জোট হয়েছে - ফরাক্কা, সামশেরগঞ্জ, লালগোলা, ভগবানগোলা, রানিনগর, নবগ্রাম, খড়গ্রাম, কান্দি, রেজিনগর, বহরমপুর, জলঙ্গী এবং বেলডাঙায়

'বন্ধুত্বপূর্ণ' লড়াই - সুতি, জঙ্গিপুর, রঘুনাথগঞ্জ, সাগরদিঘি, মুর্শিদাবাদ, বড়ঞা, ভরতপুর, হরিহরপাড়া, নওদা এবং ডোমকলে

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

জোট-জটের সৌজন্যে জেলার প্রায় অর্ধেক আসনেই মূলত ত্রিমুখী লড়াই। জোটের জটের জন্য জেলার বাম নেতৃত্বকেই দায়ী করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। যদিও সমঝোতার বিষয় এখনও আশাবাদী জেলা সিপিএম নেতৃত্ব। জোটের টালমাটাল পরিস্থিতিতে মুশির্দাবাদে ভাল ফলের আশা করছে তৃণমূল শিবির। এই পরিস্থিতিতে নবাবের রাজ্যে শেষ হাসি কে হাসবে, সেটাই দেখার।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
মনোনয়ন প্রত্যাহারের শেষদিনেও অধীর দুর্গেই জোটের জট