রবিবারই মুর্শিদাবাদ মেডিক্যালে অগ্নিকাণ্ডে অন্তর্ঘাতের তত্ত্বকে সামনে রেখেই তদন্ত শুরু করে সিআইডি। অভিযোগ খতিয়ে দেখতে রবিবারই দফায় দফায় হাসপাতালে যায় সিআইডির টিম। ঘটনাস্থলে যায় ফরেনসিক দলও। চিকিৎসক, নার্স ও সহায়িকাদের জিজ্ঞাসাবাদের পাশাপাশি, পিডব্লুডি, বিদ্যুৎ বিভাগের রিপোর্টও তলব করেছেন গোয়েন্দারা। ঘটনায় অনিচ্ছাকৃত খুন, ষড়যন্ত্র-সহ একাধিক ধারায় মামলা শুরু করেছে বহরমপুর থানা।
advertisement
CID সূত্রে খবর, অমলের বিরুদ্ধে ঘটনায় উস্কানি দেওয়ার মতো গুরুতর অভিযোগ রয়েছে ৷ তাঁর প্ররোচনাতেই রোগীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে ৷ প্রাণভয়ে হুড়োহুড়ি করে পালাতে গিয়ে মৃত্যু হয় দু’জনের ৷ ভারতীয় দণ্ডবিধির ৪৩৬, ৩৩৬, ৩৩৭, ৩৩৮, ৩০৪, ১২০বি ধারাতে মামলা দায়ের হয়েছে এই কংগ্রেস কর্মীর বিরুদ্ধে ৷ গ্রেফতারের পরই অসুস্থ হয়ে পড়ায় অমলবাবুকে হাসপাতালে ভর্তি করানো হয় ৷ শ্বাসকষ্টজনিত সমস্যার জন্য মুর্শিদাবাদ মেডিক্যালে তাকে ভর্তি করে সিআইডি ৷ তাঁর বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত এই কংগ্রেস কর্মী জানিয়েছেন, কী হয়েছে তিনি জানেন না ৷ তাঁকে ফাঁসানো হচ্ছে বলে দাবি করেন অগ্নিকাণ্ডের ঘটনায় গ্রেফতার প্রথম অভিযুক্ত অমল গুপ্ত ৷
শনিবারই, মুর্শিদাবাদ মেডিক্যালের ঘটনায় সিআইডি ও বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছিল নবান্ন। রবিবার শুরু হল তার প্রথম পদক্ষেপ। শনিবার সকালে আচমকাই মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ আগুন লাগে হাসপাতালের দোতলার ভিআইপি কেবিনে। আতঙ্কে তাড়াহুড়ো করে নামতে গিয়ে পদপিষ্ট হয়ে মৃত্যু হল হাসপাতালের এক সহায়িকার ও এক রোগীর আত্মীয়ের। মৃত্যু হয় এক সদ্যজাতেরও ৷ এর পাশাপাশি আগুনের প্রচণ্ড ধোঁয়ায় অসুস্থ পড়েন বহু মানুষ ৷ মৃতদের পরিবারকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা ঘোষণা করার সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ সিআইডি তদন্তের নির্দেশ দেন মুখ্যমন্ত্রী ৷ গাফিলতি ধরা পড়লে কাউকে রেয়াত করা হবে না বলেও সাফ জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।