পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এলাকায় নামানো হয়েছে র্যাফ, বসানো হয়েছে পুলিশ পিকেট। আমতার ভান্ডারগাছি এলাকার উত্তর পাড়া ও পশ্চিম পাড়া মিলে কালীপুজোর আয়োজন করে। পশ্চিম পাড়ার বিরুদ্ধে অভিযোগ, মঙ্গলবার সন্ধ্যের পর তারা জোরে মাইক বাজিয়ে অশ্লীল নাচগান শুরু করে। এর প্রতিবাদ করে উত্তর পাড়া। তখনকার মতো বিবাদ মিটে গেলেও পশ্চিম পাড়ার লোকেরা গভীর রাতে হামলা চালায় উত্তর পাড়ায়। আগ্নেয়াস্ত্র, ধারালো অস্ত্র ও বোমা নিয়ে তারা চড়াও হয়। এলাকায় বেশ কয়েকটি দোকান ও বাড়ি ভাঙচুর করা হয়। ১০ জন আহত হন। ৪ জনের অবস্থা আশঙ্কাজনক হলে তাদের নিয়ে যাওয়া হয় উলুবেড়িয়া মহকুমা হাসপাতালে। এদের মধ্যে একজনের বাঁ চোখ উপড়ে নেওয়া হয়েছে। তাঁর চোখ নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে বলে চিকিৎসকেরা জানিয়েছেন। মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন আরও ১ জন। সকাল থেকেও এলাকায় দফায় দফায় গণ্ডগোল হয়। মোতায়ন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। নামানো হয়েছে র্যাফ। এলাকায় উত্তেজনা থাকায় পুলিশ পিকেটও বসানো হয়েছে।
advertisement