মাটিয়া , অনুপম সাহা: রাতের অন্ধকারে জল সীমান্ত বুঝতে না পেরে পাকিস্তানের সীমান্তে ঢুকে পড়ে মৎস্যজীবী টলার৷ ধরে ফেলে পাকিস্তানের সীমান্তরক্ষী বাহিনী৷ আজ দু’বছর আটকে পাকিস্তানের জেলে, ঘরের ছেলেদের ঘরে ফেরানোর আর্জি জানাচ্ছে অসহায় পরিবার৷
advertisement
গত ৮ মাস আগে শেষবার পাকিস্তান জেল থেকে ভিডিও কলে পরিবারের সঙ্গে কথা বলেন লাল্টু ও সুজয়৷ ২০২৩ সাল নাগাদ লালটু দাস ও সুজয় দাস দুই মৎস্যজীবী কেরলের ট্রলারে মাছ ধরার কাজ করতেন। এঁদের বাড়ি উত্তর ২৪পরগনার মাটিয়া থানার চাঁপাপুকুর গ্রাম পঞ্চায়েতের মমিনপুর গ্রামে। সেই সময় তাঁরা কেরল থেকে গুজরাতে গিয়েছিলেন মাছ ধরতে।
রাতের অন্ধকারে জল সীমান্ত বুঝতে না পারায় পাকিস্তানি বাহিনীর হাতে ধরা পড়ে তাঁদের ট্রলার৷ তারপর থেকে এখনও পর্যন্ত তাঁরা পাকিস্তানের করাচি জেলে বন্দি। তাদের পরিবার বলেন, ‘‘আমাদের সঙ্গে ৮ মাস আগে ভিডিও কলে কথা হয়েছিল, চিঠি আদান-প্রদান হত, তারপরে আর যোগাযোগই নেই৷ দীর্ঘ আট মাস যোগাযোগ বন্ধ। ’’
পরিবারের তরফে জানানো হয়েছে, ‘‘আমরা স্থানীয় বসিরহাট ও মাটিয়া থানা পুলিশকে জানিয়েছি৷ পাশাপাশি, কয়েক মাস আগে দিল্লি পুলিশ এসেছিল আমাদের পরিবারের ছেলেদের তথ্য নিয়ে গিয়েছে। তারপর তো আর খোঁজ পাওয়া যাচ্ছে না৷ এমনকি সুজয় ও লাল্টুর সঙ্গে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে।’’
দাস পরিবারের আর্তনাদ করেন, দ্রুত তাদের ছেলেরা যেন জীবিত অবস্থায় দেশে ফিরে আসে।