TRENDING:

South Bengal News: মাছ ধরতে গিয়ে ভুল করে পাকিস্তানের দিকে চলে গিয়েছিল ট্রলার! ২ বছরেও ঘরে ফেরেনি ছেলেরা..আতঙ্কে পরিবার

Last Updated:

পরিবারের তরফে জানানো হয়েছে, ‘‘আমরা স্থানীয় বসিরহাট ও মাটিয়া থানা পুলিশকে জানিয়েছি৷ পাশাপাশি, কয়েক মাস আগে দিল্লি পুলিশ এসেছিল আমাদের পরিবারের ছেলেদের তথ্য নিয়ে গিয়েছে। তারপর তো আর খোঁজ পাওয়া যাচ্ছে না৷ এমনকি সুজয় ও লাল্টুর সঙ্গে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে।’’

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
News18
News18
advertisement

মাটিয়া , অনুপম সাহা: রাতের অন্ধকারে জল সীমান্ত বুঝতে না পেরে পাকিস্তানের সীমান্তে ঢুকে পড়ে মৎস্যজীবী টলার৷ ধরে ফেলে পাকিস্তানের সীমান্তরক্ষী বাহিনী৷ আজ দু’বছর আটকে পাকিস্তানের জেলে, ঘরের ছেলেদের ঘরে ফেরানোর আর্জি জানাচ্ছে অসহায় পরিবার৷

advertisement

গত ৮ মাস আগে শেষবার পাকিস্তান জেল থেকে ভিডিও কলে পরিবারের সঙ্গে কথা বলেন লাল্টুসুজয়৷ ২০২৩ সাল নাগাদ লালটু দাস ও সুজয় দাস দুই মৎস্যজীবী কেরলের ট্রলারে মাছ ধরার কাজ করতেন। এঁদের বাড়ি উত্তর ২৪পরগনার মাটিয়া থানার চাঁপাপুকুর গ্রাম পঞ্চায়েতের মমিনপুর গ্রামে। সেই সময় তাঁরা কেরল থেকে গুজরাতে গিয়েছিলেন মাছ ধরতে।

advertisement

আরও পড়ুন : আবারও বড় দাবি ট্রাম্পেররাশিয়ার থেকে আর তেল কিনবে না ভারত, মার্কিন প্রেসিডেন্টকে আশ্বস্ত করেছেন মোদি, কিন্তু সত্যি কোনটা?

রাতের অন্ধকারে জল সীমান্ত বুঝতে না পারায় পাকিস্তানি বাহিনীর হাতে ধরা পড়ে তাঁদের ট্রলার৷ তারপর থেকে এখনও পর্যন্ত তাঁরা পাকিস্তানের করাচি জেলে বন্দি। তাদের পরিবার বলেন, ‘‘আমাদের সঙ্গে ৮ মাস আগে ভিডিও কলে কথা হয়েছিল, চিঠি আদান-প্রদান হত, তারপরে আর যোগাযোগই নেই৷ দীর্ঘ আট মাস যোগাযোগ বন্ধ। ’’

advertisement

পরিবারের তরফে জানানো হয়েছে, ‘‘আমরা স্থানীয় বসিরহাটমাটিয়া থানা পুলিশকে জানিয়েছি৷ পাশাপাশি, কয়েক মাস আগে দিল্লি পুলিশ এসেছিল আমাদের পরিবারের ছেলেদের তথ্য নিয়ে গিয়েছে। তারপর তো আর খোঁজ পাওয়া যাচ্ছে না৷ এমনকি সুজয়লাল্টুর সঙ্গে তাদের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে।’’

advertisement

আরও পড়ুন : রাজ্যে ফের সক্রিয় ইডি! সকাল সকাল একাধিক জায়গায় তল্লাশি..গোয়েন্দাদের তালিকায় বেন্টিঙ্ক স্ট্রিট, আসানসোল, ঝাড়গ্রাম

দাস পরিবারের আর্তনাদ করেন, দ্রুত তাদের ছেলেরা যেন জীবিত অবস্থায় দেশে ফিরে আসে।

সেরা ভিডিও

আরও দেখুন
চা-বিস্কুট দেখেই মুখে পুরেছেন তো 'মরেছেন'! এগুলো আসলে কী বলুন তো?
আরও দেখুন

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South Bengal News: মাছ ধরতে গিয়ে ভুল করে পাকিস্তানের দিকে চলে গিয়েছিল ট্রলার! ২ বছরেও ঘরে ফেরেনি ছেলেরা..আতঙ্কে পরিবার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল