Kali Puja Special: চা-বিস্কুট দেখেই মুখে পুরেছেন তো 'মরেছেন'! এগুলো আসলে কী বলুন তো?
- Published by:Pooja Basu
- hyperlocal
- Reported by:Madan Maity
Last Updated:
তার এই ভাবনা আজ অনেক তরুণকে অনুপ্রেরণা দিচ্ছে। অভিষেক প্রমাণ করেছেন, শিল্প মানেই ক্যানভাস নয়, জীবনের প্রতিটি উপকরণেই লুকিয়ে আছে সৃজনশীলতার সম্ভাবনা।
কাঁথি: চায়ের কাপ হাতে নিয়ে বসেছেন, কিন্তু একটু পরেই বুঝলেন, এ তো চা নয়! আসলে এটি মোমবাতি। বাইরে থেকে দেখলে মনে হবে যেন সদ্য বানানো এক কাপ দুধ চা, পাশে সাজানো বিস্কুট। কিন্তু একটু খেয়াল করলেই দেখা যায় মোমবাতি, ভেতর থেকে বেরিয়ে আসছে এলাচ, লবঙ্গ আর চায়ের গন্ধের হালকা সুবাস। হ্যাঁ, ঠিকই ধরেছেন! এটি চা নয়, বরং কাঁথির চিত্রশিল্পী অভিষেক নন্দীর শিল্পকর্ম, চায়ের কাপ আকৃতির মোমবাতি। দীপাবলির আগে থেকেই বাজারে তার তৈরি এই মোমবাতিগুলি বিক্রি শুরু হয়েছে হু হু করে। স্থানীয় বাজার থেকে শুরু করে অনলাইন প্ল্যাটফর্ম, সব জায়গাতেই মিলছে অভিষেকের এই সৃজনশীল মোমবাতি। তার এই অভিনব উদ্যোগ শুধু কাঁথিতেই নয়, ভিন রাজ্যেও জনপ্রিয় হয়ে উঠেছে। পশ্চিমবঙ্গের বাইরেও বিভিন্ন রাজ্য থেকে আসছে অনবরত অর্ডার ।
চায়ের কাপের ভেতরে গলিত মোম, তার ওপরে ভাসছে ক্ষুদ্র এক সলতে। পাশে সাজানো বিস্কুটের টুকরো। দেখতে এমন বাস্তব যে প্রথম দেখায় চা আর মোমবাতির ফারাক বুঝে ওঠা মুশকিল। শুধু চায়ের কাপ নয়, কাচের গ্লাসে, ফুলের পাপড়ির ডিজাইনে, কিংবা নানান রঙের জেল ক্যান্ডেলের আকারেও মোমবাতি বানাচ্ছেন অভিষেক। প্রতিটি মোমবাতিতেই রয়েছে এক অন্যরকম গল্প। কোনওটা যেন বাগানে ফুটে থাকা ফুলের মতো, কোনওটা আবার ঠিক গরম চায়ের সুবাসে ভরা বিকেলের মতো। ভেতর থেকে বেরিয়ে আসছে এলাচ, লবঙ্গ বা গোলাপের ঘ্রাণ। ঘর শুধু আলোয় নয়, সুগন্ধি গন্ধেও ভরে ওঠবে।
advertisement
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
advertisement
দীপাবলিকে সামনে রেখে অভিষেকের কর্মশালায় এখন ব্যস্ততা তুঙ্গে। টেবিলে সারি সারি তৈরি হচ্ছে রঙিন ক্যান্ডেল, কোথাও গোলাপি জেল, কোথাও লেবু রঙের গ্লাসে ভাসছে ছোট্ট ফুলের পাপড়ি। কাঁথির হাটে এইসব মোমবাতি এখন দর্শনার্থীদের আকর্ষণের কেন্দ্রবিন্দু।
অভিষেক জানান, “আমি ছোটবেলা থেকেই চিত্রকলার ছাত্র। প্রথমে ক্যানভাসে রঙ নিয়ে কাজ করতাম। কিন্তু এখন চিত্রকলার পাশাপাশি মোম দিয়ে নানা ধরনের কারুকাজ করি। এবার দীপাবলিতে কিছু নতুন কিছু করার ইচ্ছে থেকেই এই চায়ের কাপ আকৃতির মোমবাতির ভাবনা।”
advertisement
দামও সাধারণ মানুষের নাগালের মধ্যে। মাত্র পাঁচ টাকা থেকে শুরু করে বড় সাইজের মোমবাতির দাম ২০০ পর্যন্ত। দীপাবলি ছাড়াও এই মোমবাতিগুলো জন্মদিন, বিয়ে বা গৃহসজ্জার উপহার হিসেবেও জনপ্রিয় হচ্ছে। স্থানীয় ক্রেতারাও বেশ উৎসাহী। দীপাবলিকে সামনে রেখে দোকানগুলিতে এই অভিনব মোমবাতির চাহিদাও তুঙ্গে। কাঁথির বিভিন্ন বাজারে প্রতিদিনই নতুন নতুন ডিজাইনের মোমবাতি দেখতে ভিড় জমাচ্ছেন ক্রেতারা। অনেকেই বলছেন, ‘‘এত সুন্দর মোমবাতি আগে কখনও দেখিনি। ঘর সাজাতে এর জুড়ি নেই।’’ স্থানীয় ক্রেতাদের পাশাপাশি ভিন রাজ্যের বাসিন্দারও লুফে অভিষেকের হাতের তৈরি নানা আকৃতির মোমবাতি। বিভিন্ন ই-কমার্স প্ল্যাটফর্ম থেকে আসছে অনবরত অর্ডার।
advertisement
তার এই ভাবনা আজ অনেক তরুণকে অনুপ্রেরণা দিচ্ছে। অভিষেক প্রমাণ করেছেন, শিল্প মানেই ক্যানভাস নয়, জীবনের প্রতিটি উপকরণেই লুকিয়ে আছে সৃজনশীলতার সম্ভাবনা।
মদন মাইতি
স্বাস্থ্য এবং লাইফস্টাইলের (Lifestyle News in Bengali)সব খবরের আপডেট পান নিউজ 18 বাংলাতে ৷ যেখানে থাকছে হেলথ টিপস, বিউটি টিপস এবং ফ্যাশন টিপসও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইনগুলি অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিতে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ সব খবরের আপডেট পেতে ! News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Purba Medinipur,West Bengal
First Published :
October 16, 2025 8:20 PM IST
বাংলা খবর/ খবর/লাইফস্টাইল/
Kali Puja Special: চা-বিস্কুট দেখেই মুখে পুরেছেন তো 'মরেছেন'! এগুলো আসলে কী বলুন তো?