Kali Puja Special: রসাল রসমালাই, লাড্ডু, পান্তুয়া দেখেই লোভ, দীপাবলিতে মিষ্টি ভেবে মুখে দিতে গেলেই দাঁত ভাঙবে!

Last Updated:

দীপাবলির বাজারে নতুন চমক খাওয়া যায় না, তবু আলো ছড়াচ্ছে রসমালাই আর দিল্লির লাড্ডু!

+
‘মিষ্টির

‘মিষ্টির প্রদীপে’

জলপাইগুড়ি: দীপাবলির বাজার মাতাচ্ছে রসমালাই আর দিল্লির লাড্ডু! এই মিষ্টি কিন্তু খেতে পারবেন না! এই রে ভাবছেন তো এ কেমন মিষ্টি যে খাওয়া যাবে না? আসলে দেখতে একদম আসল। এক সে বারকার এক…রসাল রসমালাই, চকচকে দিল্লির লাড্ডু, কিংবা মুখে দিলেই গলে যাবে এমন বরফি। কিন্তু অবাক লাগলেও সত্যি যে এগুলো মুখে তুললে দাঁত ভাঙবে!
কারণ এগুলো মিষ্টি নয়, মোম দিয়ে তৈরি অভিনব প্রদীপ।এই দীপাবলিতে শুধুই মোমবাতি বা ইলেকট্রিক দিয়া আলো ছড়াবে না..আলো ছড়াবে ‘মিষ্টির প্রদীপ’-ও। বাজারে এখন রীতিমতো হুলস্থুল পড়ে গেছে এই অভিনব সাজসজ্জা সামগ্রী ঘিরে। দোকানের তাক জুড়ে সারি সারি রসমালাই, পানতোয়া, রসগোল্লা—সবই কিন্তু নকল, তবু চোখে ধোঁকা দেবে যে কাউকে।
“আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন”
advertisement
advertisement
বিক্রেতারা বলছেন, “মানুষ নতুন কিছু খুঁজছে। তাই এই অভিনব জিনিসে বিক্রি বেড়েছে বহুগুণ। একেকটির দাম ৫০ থেকে ১০০ টাকার মধ্যে।” অন্যদিকে ক্রেতারাও মুগ্ধ এই নতুন ট্রেন্ডে। কারও মতে, “দূর থেকে দেখে বোঝার উপায় নেই আসল না নকল,” আবার কেউ বলছেন, “বাচ্চারা একে দেখে খেতে চাইছে, এতটাই বাস্তব মনে হচ্ছে।”
advertisement
এই অভিনব ‘মিষ্টির প্রদীপ’ শুধু আলোর উৎসবেই নয়, ঘরের সৌন্দর্য বাড়াতেও এখন জনপ্রিয়। মিষ্টির মতোই রঙিন, মিষ্টির মতোই আকর্ষণীয়—তবে একটিই পার্থক্য, এগুলো চোখে মিষ্টি লাগবে, মুখে নয়! এই দীপাবলিতে তাই ঘরে আসছে নতুন ট্রেন্ড..খাওয়া যায় না, তবু আলো ছড়ায় ‘রসমালাই দিয়া’ আর ‘দিল্লির লাড্ডু প্রদীপ’।
সুরজিৎ দে
view comments
বাংলা খবর/ খবর/উত্তরবঙ্গ/
Kali Puja Special: রসাল রসমালাই, লাড্ডু, পান্তুয়া দেখেই লোভ, দীপাবলিতে মিষ্টি ভেবে মুখে দিতে গেলেই দাঁত ভাঙবে!
Next Article
advertisement
West Bengal Weather Update: উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
উইকেন্ডে কি ফের হাওয়া বদল? রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে, দেখে নিন
  • উইকেন্ডে কি ফের হাওয়া বদল ?

  • রাজ্য জুড়ে আবহাওয়া কেমন থাকবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement