এমনিতেই সেন্টারের চতুর্দিক আবর্জনায় ভরা। অস্বাস্থ্যকর পরিবেশ। অবিলম্বে সেন্টারটিকে পরিষ্কার-পরিচ্ছন্ন করুক এই দাবিও তুলেছেন স্থানীয়রা।সেন্টারের কোন পাঁচিল নেই। অবিলম্বে তা তৈরিরও দাবি জানান স্থানীয়রা।
advertisement
এ বিষয়ে সেন্টারের হেল্পার স্বীকার করেন, আজ কোনও তরকারি হয়নি। কেবলমাত্র ভাতই দিয়েছি। এরকম ঘটনা খুব কম ঘটে। তাঁর দাবি, সহায়িকা তাঁকে জানিয়েছেন আজকের ডিম কাল দিয়ে দেওয়া হবে। কিন্তু শিশুরা আজ কি দিয়ে ভাত খাবে তার সদুত্তর তিনি দিতে পারেননি। গ্রাম পঞ্চায়েতের সদস্য টিয়া আলম জানান, বারবার অভিযোগ এসেছে আমার কাছে। আমি এ নিয়ে ব্লকে অভিযোগ করেছি।
শিশু ও প্রসূতি মায়েদের পুষ্টির জন্য আইসিডিএস কেন্দ্রগুলিতে রান্না করা খাবার দেওয়া হয়। অনেক আইসিডিএস সেন্টারেই ভাত ডাল বা ডিমের ঝোল ভাত কিংবা ভাত আলু সোয়াবিনের তরকারি দেওয়া হয়।
কিন্তু এই আইসিডিএস সেন্টারে এদিন শুধুমাত্র ভাত রান্না করা হয়েছিল। ডাল, ডিম কিছুই দেওয়া হয়নি। বিষয়টি সামনে আসতেই কেন্দ্রের সামনে গিয়ে ক্ষোভ প্রকাশ করেন এলাকার মহিলারা। তাঁরা বলছেন, শুধু ভাত কিভাবে খাওয়া সম্ভব? জেলা প্রশাসনের এক আধিকারিক বলেন, ওই আইসিডিএস কেন্দ্রে কেন এমন ঘটনা ঘটলো সে ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে। ভবিষ্যতে যাতে এই ধরণের ঘটনা আর না ঘটে তা দেখা হবে।