TRENDING:

Bengal News: বাচ্চাদের দেওয়া হচ্ছে শুধু সাদা ভাত! ডিম তরকারি কিচ্ছু নেই, কী দিয়ে ভাত খাবে ওরা..তুমুল বিক্ষোভ

Last Updated:

শিশু ও প্রসূতি মায়েদের পুষ্টির জন্য আইসিডিএস কেন্দ্রগুলিতে রান্না করা খাবার দেওয়া হয়। অনেক আইসিডিএস সেন্টারেই ভাত ডাল বা ডিমের ঝোল ভাত কিংবা ভাত আলু সোয়াবিনের তরকারি দেওয়া হয়।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণবঙ্গ: না, ডাল, তরকারি, ডিম কিছুই নেই। শুধু সাদা ভাত। সেই ভাত খাবে কী করে শিশুরা, প্রশ্ন তুললেন অভিভাবকরা। পূর্ব বর্ধমানের ভাতারে এই ঘটনা ঘটেছে। অভিযোগ, প্রায়ই এই ধরণের ঘটনা করে অঙ্গনওয়াড়ি কেন্দ্রে। পূর্ব বর্ধমানের ভাতারের কালুত্তক গ্রামের ১৭১ নম্বর আইসিডিএস সেন্টারে সাদা ভাত দেওয়ার অভিযোগ। তা নিয়ে সরগরম এলাকা। আজ, সোমবার সেন্টারে বাচ্চাদের কেবলমাত্র ভাত দিয়েছে। কেন ডিম বা তরকারি দেওয়া হয়নি, তা জানতে চেয়ে মহিলারা বিক্ষোভ দেখান সেন্টারের সামনে। অভিভাবকরা আরও জানান যে মাঝেমধ্যেই এই ধরনের ঘটনা ঘটাচ্ছে।
News18
News18
advertisement

এমনিতেই সেন্টারের চতুর্দিক আবর্জনায় ভরা। অস্বাস্থ্যকর পরিবেশ। অবিলম্বে সেন্টারটিকে পরিষ্কার-পরিচ্ছন্ন করুক এই দাবিও তুলেছেন স্থানীয়রা।সেন্টারের কোন পাঁচিল নেই। অবিলম্বে তা তৈরিরও  দাবি জানান স্থানীয়রা।

আরও পড়ুন : এবার টের পাবে ট্রাম্প! ১০ মিনিট ঠায় দাঁড়িয়ে…গন্তব্যে পৌঁছেও ১ ঘণ্টা গাড়ি থেকে নামলেন না মোদি-পুতিন, কোন ‘গোপন’ কথা?

advertisement

এ বিষয়ে সেন্টারের হেল্পার স্বীকার করেন, আজ কোনও তরকারি হয়নি। কেবলমাত্র ভাতই দিয়েছি। এরকম ঘটনা খুব কম ঘটে। তাঁর দাবি, সহায়িকা তাঁকে জানিয়েছেন আজকের ডিম কাল দিয়ে দেওয়া হবে। কিন্তু শিশুরা আজ কি দিয়ে ভাত খাবে তার সদুত্তর তিনি দিতে পারেননি। গ্রাম পঞ্চায়েতের সদস্য টিয়া আলম জানান, বারবার অভিযোগ এসেছে আমার কাছে। আমি এ নিয়ে ব্লকে অভিযোগ করেছি।

advertisement

শিশু ও প্রসূতি মায়েদের পুষ্টির জন্য আইসিডিএস কেন্দ্রগুলিতে রান্না করা খাবার দেওয়া হয়। অনেক আইসিডিএস সেন্টারেই ভাত ডাল বা ডিমের ঝোল ভাত কিংবা ভাত আলু সোয়াবিনের তরকারি দেওয়া হয়।

আরও পড়ুন : ‘সিস্টেম্যাটিক অনুপ্রবেশ চলছে বাংলায়..,’ সুপ্রিম কোর্টে ভয়ানক দাবি কেন্দ্রের, তোলা হল রোহিঙ্গা মামলার সঙ্গে জুড়ে দেওয়া দাবি

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শেষ সুবর্ণ সুযোগ! হাতছাড়া হলে কেঁদে কুল পাবেন না...
আরও দেখুন

কিন্তু এই আইসিডিএস সেন্টারে এদিন শুধুমাত্র ভাত রান্না করা হয়েছিল। ডাল, ডিম কিছুই দেওয়া হয়নি। বিষয়টি সামনে আসতেই কেন্দ্রের সামনে গিয়ে ক্ষোভ প্রকাশ করেন এলাকার মহিলারা। তাঁরা বলছেন, শুধু ভাত কিভাবে খাওয়া সম্ভব? জেলা প্রশাসনের এক আধিকারিক বলেন, ওই আইসিডিএস কেন্দ্রে কেন এমন ঘটনা ঘটলো সে ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে। ভবিষ্যতে যাতে এই ধরণের ঘটনা আর না ঘটে তা দেখা হবে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Bengal News: বাচ্চাদের দেওয়া হচ্ছে শুধু সাদা ভাত! ডিম তরকারি কিচ্ছু নেই, কী দিয়ে ভাত খাবে ওরা..তুমুল বিক্ষোভ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল