ঘটনায় কয়েকদিন আগেই দেবব্রত মণ্ডল নামে মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়। দেবব্রতর বাড়ি এবং তার আত্মীয়দের বাড়ি থেকে প্রায় দেড়শো মতো জাল দলিল উদ্ধার করে তদন্তকারীরা। এরপরই স্থানীয় মানুষজন পুলিশ কর্মীদের উপর চড়াও হয়ে তাদেরকে বেধড়ক মারধর করে। ভেঙে দেওয়া হয় পুলিশের গাড়ি।
আরও পড়ুন: 'মমতা-অভিষেকের বড় দুর্নীতির তথ্য দেব', তারিখ জানালেন শুভেন্দু অধিকারী! তোলপাড় বাংলা
advertisement
বর্তমানে ঘুটিয়ারি শরিফ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসাধীন তারা। এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে এই ঘটনায়। ঘটনাস্থলে জীবনতলা থানার পুলিশ। গোটা এলাকায় থমথমে পরিবেশ।
আরও পড়ুন: সেই গার্ডেনরিচেই তৃণমূল কাউন্সিলরের ছেলের রহস্যমৃত্যু! শনিবার রাতে উদ্ধার ঝুলন্ত দেহ
তবে, ওই দুর্নীতির মূল অভিযুক্ত দেবব্রত মণ্ডলকে একটা সময় ছিনিয়ে নিয়ে গেলেও পুলিশের চেষ্টায় তাকে উদ্ধার করে রাতেই নিয়ে আসা হয় কলকাতায়। ফের প্রয়োজনে ওই এলাকায় অভিযানে যাবেন ইনফোর্সমেন্ট ব্রাঞ্চের আধিকারিকরা।