৭১ বছর বয়সী রবি বিশ্বাস, ৭৯ বছরের নিমাই প্রামাণিককে মস্তিষ্কের জটিল সমস্যা নিয়ে মহেশতলার সেবাশ্রয় ২ শিবিরে আনা হয়েছিল। রবিবাবু মাথায় টানা পাঁচ দিনের অসহনীয় যন্ত্রণা নিয়ে পৌঁছেছিলেন। মাথার ভিতর রক্তক্ষরণ তাঁর চেতনা কমিয়ে দিচ্ছিল। মস্তিষ্কে নির্মমভাবে চাপ তৈরি করছিল।
advertisement
অন্যদিকে ৭৯ বছরের নিমাই প্রামাণিককে অচেতন অবস্থায় আনা হয়। খিঁচুনি তাঁকে গ্রাস করেছিল, বাকশক্তি হারিয়ে ফেলেছিলেন। স্ক্যান রিপোর্টে ধরা পড়ে মাথায় ভয়ঙ্কর টিউমার। সেই সময়ে তাৎক্ষণিক ও দৃঢ় পদক্ষেপ ছাড়া আর কোনও উপায় ছিল না।
এরপর আর এক মুহূর্তও দেরি না করে তাঁদের চিকিৎসার জন্য জগন্নাথ গুপ্ত ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সে পাঠানো হয়। সেখানে বিশেষজ্ঞ ডাক্তারদের নিরীক্ষণে তাঁদের ভর্তি নেওয়া হয় এবং বিনামূল্যে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়। বলাই বাহুল্য, তাঁদের পরিবার ভীষণ খুশি। এই উদ্যোগকে ধন্যবাদ জানিয়েছেন।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
দক্ষ চিকিৎসক ও কর্মীদের সহায়তায় জীবনরক্ষাকারী নিউরোসার্জারি, নিখুঁত পর্যবেক্ষণ, ওষুধ প্রয়োগ এবং নিরবচ্ছিন্ন নজরদারির মাধ্যমে সেবাশ্রয় ২ হয়ে উঠেছে যন্ত্রণা ও পুনর্জীবনের মাঝের আশা। আজ দু’জনেই সুস্থতার পথে। যেসব পরিবার একদিন আতঙ্কে ভেঙে পড়েছিল, তাঁরা এখন এই উদ্যোগের ফলে আশার আলো দেখতে পাচ্ছেন।






