বেশ কয়েকদিন আগে এই খোলা রেলগেট থাকার কারণে দুর্ঘটনা ঘটেছিল। একবার চালকের তৎপরতায় প্রাণে বাঁচেন বহু যাত্রী। কুলপি থানার বেলপুকুর ও কেওড়াতলা গ্রাম পঞ্চায়েতের মাঝখানে লক্ষ্ণীপাশা ভগবানপুর এলাকায় একাধিকবার এই ঘটনা ঘটে।
advertisement
যাত্রী বোঝাই টোটো গ্রামের ঢালাই রাস্তা দিয়ে যাওয়ার সময় ওই ঘটনা ঘটে। ওই রাস্তার মাঝখান দিয়ে রেললাইন চলে গিয়েছে। টোটোটি যখন রেললাইন পার হচ্ছিল, সেই সময় বিপত্তি ঘটে। রেল লাইনের মাঝখানে টোটোর চাকা আটকে যায়। অনেক চেষ্টা করেও চালক লাইন পার করতে পারেননি।
ঠিক তখনই ট্রেন করঞ্জলি স্টেশন ছেড়ে নিশ্চিন্তপুরের দিকে যাচ্ছিল। ট্রেনটি দেখেই টোটোর চালক-সহ যাত্রীরা ছুটে পালিয়ে যান। টোটোটি তখন রেললাইনের মাঝখানে দাঁড় করানো ছিল। ট্রেন এসে সজোরে টোটোতে ধাক্কা মারে। ট্রেনের চাকায় টোটো আটকে যায়। তবে চালকের তৎপরতায় কিছুটা যাওয়ার পর ট্রেনটি দাঁড়িয়ে যায়। এরপরই গ্রামবাসীরা এসে ট্রেনের সামনে ঢুকে যাওয়া টোটোটিকে টেনে বের করেন।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
কিছুদিন আগেও একটি সিমেন্ট বোঝাই মেশিন ভ্যান রেললাইনে আটকে গিয়েছিল। সেই সময়ও একই পরিস্থিতি ঘটেছিল। এই সমস্ত ঘটনা থেকে শিক্ষা নিয়ে এবার গোটা রাস্তাই বন্ধ করে দিয়েছে কর্তৃপক্ষ।
এবার থেকে বিকল্প রাস্তায় যেতে হবে সকলকে। তবে স্থানীয় বাসিন্দারা এই জায়গায় রেলগেট তৈরি করে রাস্তা খুলে দেওয়ার দাবি তুলেছেন।






