TRENDING:

South 24 Parganas News: উলট পুরাণ...! পুলিশ, পরিবেশবিদরা নয়, এবার ডিজে বক্স বন্ধে সরব খোদ মাইকম্যানরাই

Last Updated:

South 24 Parganas News: ডিজে বক্সের বিরুদ্ধে এবার একত্রিত হল মাইকম্যানরা। সামনেই শ্রাবণ মাস, এই মাসে একাধিক অনুষ্ঠান রয়েছে‌।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ২৪ পরগনা: ডিজে বক্সের বিরুদ্ধে এবার একত্রিত হল মাইকম্যানরা। সামনেই শ্রাবণ মাস, এই মাসে একাধিক অনুষ্ঠান রয়েছে‌। তখন ডিজে বক্সের চাহিদা থাকে। তবে এবছর এই ডিজে বক্স বাজানো হবে না বলে সিদ্ধান্ত নিয়েছে সাউন্ড অ্যান্ড লাইট অনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন‌।
advertisement

সরকারি আইন ও দূষণ নিয়ন্ত্রণ বিধি মেনে সকলে যাতে চলে সেজন্য ইতিমধ্যে দক্ষিণ ২৪ পরগনা জেলা সাউন্ড অ্যান্ড লাইট ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জেলার প্রধান মন্দিরবাজার ব্লকের জগদীশপুর গ্রাম পঞ্চায়েতের রামবাটী গোপালনগরে জরুরী বৈঠক করা হয়।

আরও পড়ুন: পুকুরে সাঁতার কাটছিল ৮ ফুটের মহিলা কুমির! দেখেই ‘থ’ বাসিন্দারা! পুরোটা শুনলে কাঁটা দেবে গায়ে

advertisement

সেই বৈঠকে অ্যাসোসিয়েশন ভুক্ত শতাধিক ব্যবসায়ী উপস্থিত ছিলেন। ঘন্টা দুয়েক চলে ধরে চলে তাদের সেই বৈঠক। সেখানে উপস্থিত ছিলেন জেলা সভাপতি প্রভাত কুমার মিদ্দে, সহ-সভাপতি প্রদীপ বেরা, সম্পাদক অসিত রঞ্জন ঘোষ, সহ-সম্পাদক ভৃগুগুরাম হালদার সহ অন্যান্যরা।

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

advertisement

দক্ষিণ ২৪ পরগনা জেলা সাউন্ড অ্যান্ড লাইট ওনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে জানা গিয়েছে, তাঁরা দূষণ নিয়ন্ত্রণ বিধি মেনে দূষণমুক্ত সমাজ গড়তে চায়। সেজন্য প্রশাসনের বিধিনিষেধ মেনে সাউন্ড চালাতে চায়। কিন্তু বর্তমানে দেখা গিয়েছে অনেক পুজো কমিটি বাইরে থেকে বড় বড় ডিজে সাউন্ড সিস্টেম তারা ভাড়া করে নিয়ে আসছে। তাদের বিরুদ্ধে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে তারা।

advertisement

নবাব মল্লিক

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: উলট পুরাণ...! পুলিশ, পরিবেশবিদরা নয়, এবার ডিজে বক্স বন্ধে সরব খোদ মাইকম্যানরাই
Open in App
হোম
খবর
ফটো
লোকাল