পরিবেশ রক্ষায় এমন উদ্যোগ অত্যন্ত জরুরি এবং সাধারণ মানুষকেও এ বিষয়ে সচেতন হতে হবে। প্রায় ২৩ কাঠা জমির উপর গড়ে ওঠা এই প্রকল্পে কাজ করছেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা। প্রথম ধাপে পরিকাঠামো নির্মাণ এবং প্রয়োজনীয় যন্ত্রপাতি কেনার জন্য বরাদ্দ হয়েছে প্রায় ১৬ লক্ষ টাকা। সম্পূর্ণ কেন্দ্রটি গড়ে তুলতে আনুমানিক ৩২ লক্ষ টাকা প্রয়োজন হবে বলে জানা গেছে।
advertisement
আরও পড়ুন: মাঠে ধান ফেলার সময়েই ধেয়ে এল কালো মেঘ! কিছু বুঝে ওঠার আগেই বজ্রাঘাতে সব শেষ!
কেন্দ্রটি চালু হলে বৃহত্তর এলাকার প্লাস্টিক বর্জ্যকে পুনঃপ্রক্রিয়াকরণ করে পরিবেশকে রক্ষা করা সম্ভব হবে। সরকারি উদ্যোগে প্লাস্টিক সংগ্রহের পাশাপাশি সাধারণ মানুষকেও এতে অংশগ্রহণ করতে আহ্বান জানানো হয়েছে। অনেকেই নিজেদের উদ্যোগে প্লাস্টিক সংগ্রহ করে কেন্দ্রে জমা দেওয়ার আগ্রহ দেখিয়েছেন।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই প্রকল্পের মাধ্যমে একদিকে যেমন পরিবেশের ভারসাম্য রক্ষা হবে, তেমনই স্থানীয় মহিলাদের কর্মসংস্থানও তৈরি হবে। পরিবেশ সচেতনতা এবং জীবিকার এক সুন্দর মেলবন্ধন ঘটল এই কেন্দ্রের মাধ্যমে।
সুমন সাহা