জলমগ্ন হয়েছিল উত্তর ও দক্ষিণের বিস্তীর্ণ এলাকা। কলকাতায় জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছিল ন’জন নাগরিকের। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই এবার মর্মান্তিক ঘটনা রাজপুর-সোনারপুর পুরসভা এলাকায়। ওই পুরসভার ২০ নম্বর ওয়ার্ডে একটি বারোয়ারি পুজোর আয়োজন করা হয়েছে। পঞ্চমীর সকালে সেখানেই ঘটল মর্মান্তিক ঘটনা। পুজো মণ্ডপেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল এক স্থানীয় যুবকের।
advertisement
এদিন সকালে তিনি পুজো মণ্ডপে গিয়েছিলেন। মণ্ডপের একটি জায়গায় হাত দিলেই তিনি বিদ্যুৎস্পৃষ্ট হন! আশপাশের থেকে অন্যান্যরা ছুটে যান। মণ্ডপকে বিদ্যুৎবিচ্ছিন্ন করে বিশ্বজিৎ সাহা নামে ওই ব্যক্তিকে উদ্ধার করা হয়। দ্রুত তাঁকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও প্রাণে বাঁচান যায়নি। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। দুর্ঘটনার খবর পেয়ে এলাকায় যায় পুলিশ। মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আকস্মিক ঘটনায় এলাকায় শোকের ছায়া। পঞ্চমীতেই বিষাদের ছবি ঘটনা ঘিরে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
কীভাবে ওই ঘটনা ঘটল? কোথা থেকে বিদ্যুৎস্পৃষ্ট হলেন ওই ব্যক্তি? সেই বিষয়গুলি পুলিশ খতিয়ে দেখছে। বিদ্যুতের লাইনে কি কোনওভাবে শটসার্কিট হয়ে এই মর্মান্তিক ঘটনা? সেই প্রশ্নও উঠেছে। এদিকে, জানা যাচ্ছে, কোদালিয়া শান্তি সঙ্ঘ ক্লাবের পুজো কমিটির কোনও রেজিস্ট্রেশন ছিল না। অনুমতি ছাড়াই চলছিল এই পুজোটি। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। গোটা ঘটনা খতিয়ে দেখছে তারা। প্যান্ডেলে বিদ্যুতের লাইন বেআইনি ভাবে নেওয়া হয়েছিল কি না, খতিয়ে দেখছে পুলিশ।