TRENDING:

উন্নয়নের হাওয়া পাথরপ্রতিমায়, উন্নত প্রযুক্তিকে কাজে লাগিয়ে তৈরি হচ্ছে অত্যাধুনিক নদীবাঁধ, বরাদ্দ ১২ কোটি

Last Updated:

South 24 Parganas News: উন্নত প্রযুক্তিকে কাজে লাগিয়ে পাথরপ্রতিমার শ্রীধরনগর গ্রাম পঞ্চায়েতের দিন্দাপাড়ায় তৈরি করা হচ্ছে অত্যাধুনিক নদী বাঁধ। ৮০০ মিটার লম্বা ও ৪০ ফুট চওড়া বাঁধ নির্মাণের জন্য প্রায় ১২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
কাকদ্বীপ, দক্ষিণ ২৪ পরগনা, বিশ্বজিৎ হালদার: উন্নত প্রযুক্তিকে কাজে লাগিয়ে পাথরপ্রতিমার শ্রীধরনগর গ্রাম পঞ্চায়েতের দিন্দাপাড়ায় তৈরি করা হচ্ছে অত্যাধুনিক নদী বাঁধ। ৮০০ মিটার লম্বা ও ৪০ ফুট চওড়া এই বাঁধ নির্মাণ করার জন্য প্রায় ১২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। এখন জোরকদমে চলছে সেই বাঁধের কাজ। আগামী এক বছরের মধ্যে কাজ সম্পূর্ণ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।
চলছে নদীবাঁধ তৈরির কাজ
চলছে নদীবাঁধ তৈরির কাজ
advertisement

জানা গিয়েছে, এই গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ-পশ্চিম কোণ দিয়ে বয়ে গিয়েছে জগদ্দল নদী। প্রাকৃতিক বিপর্যয়ের সময় এই নদীর বাঁধ ভেঙে গিয়ে প্রায় সময় প্লাবিত হয়ে যায় গোটা গ্রাম। এমনকি আমফানের সময় এই বাঁধ ভেঙে গিয়ে ওই পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা নোনা জলে প্লাবিত হয়ে গিয়েছিল। যে কারণে দীর্ঘদিন ধরে গ্রামবাসীরা এলাকায় স্থায়ী বাঁধ নির্মাণের জন্য দাবি তুলেছিলেন। শেষ পর্যন্ত দাবি মেনে বাঁধ নির্মাণের কাজ শুরু হয়েছে।

advertisement

আরও পড়ুনঃ নাবালিকা উদ্ধার অভিযানে নেমে পুলিশের চক্ষু ছানাবড়া! বারাসতে স্পা সেন্টারের আড়ালে মধুচক্র, আটক মালিক-সহ ১৬

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের সকালের জলখাবার! মানুষের দুয়ারে পৌঁছে যাচ্ছে 'ধুকি' পিঠা 
আরও দেখুন

এবিষয়ে স্থানীয় এক বাসিন্দা সুমতি জানা বলেন, “প্রাকৃতিক দুর্যোগের সময় গ্রামবাসীদের আতঙ্কের মধ্যে দিয়ে দিন কাটাতে হত। কারণ এই বাঁধের পাশ দিয়ে খরস্রোতা নদী বয়ে গিয়েছে। সামান্য দুর্যোগেই বাঁধটি ভেঙে যেত। বহুবার এই এলাকা নোনা জলে প্লাবিত হয়েছে। তাই প্রশাসনের কাছে গ্রামবাসীরা দাবি জানিয়েছিলেন, এখানে স্থায়ী নদী বাঁধ নির্মাণ করার। অবশেষে সেই দাবি মেনে বাঁধ নির্মাণ করার কাজ চলছে। আশা করা যায়, এবার দুর্যোগের সময়ও নিশ্চিন্তে এখানে বসবাস করা সম্ভব হবে।”

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
উন্নয়নের হাওয়া পাথরপ্রতিমায়, উন্নত প্রযুক্তিকে কাজে লাগিয়ে তৈরি হচ্ছে অত্যাধুনিক নদীবাঁধ, বরাদ্দ ১২ কোটি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল