জানা গিয়েছে, এই গ্রাম পঞ্চায়েতের দক্ষিণ-পশ্চিম কোণ দিয়ে বয়ে গিয়েছে জগদ্দল নদী। প্রাকৃতিক বিপর্যয়ের সময় এই নদীর বাঁধ ভেঙে গিয়ে প্রায় সময় প্লাবিত হয়ে যায় গোটা গ্রাম। এমনকি আমফানের সময় এই বাঁধ ভেঙে গিয়ে ওই পঞ্চায়েতের বিস্তীর্ণ এলাকা নোনা জলে প্লাবিত হয়ে গিয়েছিল। যে কারণে দীর্ঘদিন ধরে গ্রামবাসীরা এলাকায় স্থায়ী বাঁধ নির্মাণের জন্য দাবি তুলেছিলেন। শেষ পর্যন্ত দাবি মেনে বাঁধ নির্মাণের কাজ শুরু হয়েছে।
advertisement
এবিষয়ে স্থানীয় এক বাসিন্দা সুমতি জানা বলেন, “প্রাকৃতিক দুর্যোগের সময় গ্রামবাসীদের আতঙ্কের মধ্যে দিয়ে দিন কাটাতে হত। কারণ এই বাঁধের পাশ দিয়ে খরস্রোতা নদী বয়ে গিয়েছে। সামান্য দুর্যোগেই বাঁধটি ভেঙে যেত। বহুবার এই এলাকা নোনা জলে প্লাবিত হয়েছে। তাই প্রশাসনের কাছে গ্রামবাসীরা দাবি জানিয়েছিলেন, এখানে স্থায়ী নদী বাঁধ নির্মাণ করার। অবশেষে সেই দাবি মেনে বাঁধ নির্মাণ করার কাজ চলছে। আশা করা যায়, এবার দুর্যোগের সময়ও নিশ্চিন্তে এখানে বসবাস করা সম্ভব হবে।”
