জানা যাচ্ছে, গোড়খাড়া বিদ্যামন্দিরের নবম শ্রেণির ছাত্র নিখোঁজ শুভঙ্কর। গত বুধবার তথা ২৬ নভেম্বর সকাল ৬টা নাগাদ ফুটবল প্র্যাকটিসের উদ্দেশে বাড়ি থেকে বেরিয়েছিল সে। এরপর থেকে প্রায় ৫ দিন কেটে গেলেও তাঁর আর কোনও খোঁজ নেই। উদ্বিগ্ন পরিবার।
advertisement
নিখোঁজ এই কিশোর খুড়িগাছিতে তাঁর মাসি অসীমা দাসের বাড়িতে থাকত। ছোটবেলাতেই মা-কে হারিয়েছে সে। বাবার সঙ্গেও কোনও যোগাযোগ নেই। জানা গিয়েছে, পড়াশোনায় অনিচ্ছুক হওয়ায় মাসি তাঁকে মাঝেমাঝে বকাবকি করতেন। এরপরেই এই নিখোঁজের ঘটনা ঘটে বলে আশঙ্কা করছে পরিবার।
এই ঘটনায় ইতিমধ্যেই নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেছে বাড়ির লোক। পুলিশ তদন্তও শুরু করেছে। সম্ভাব্য সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে। স্থানীয় কিশোর এভাবে নিখোঁজ হয়ে যাওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। উদ্বিগ্ন শুভঙ্করের পরিবার ও আত্মীয়স্বজনেরা দ্রুত তাঁর সন্ধান দাবি করেছেন।
