TRENDING:

South 24 Parganas News: ফুটবল প্র্যাকটিসে বেরিয়ে নিখোঁজ উঠতি ফুটবলার! ৫ দিন কেটে গেলেও খোঁজ নেই, পড়াশোনার জন্য বকাবকির পর থেকেই গায়েব

Last Updated:

South 24 Parganas News: জানা গিয়েছে, গত বুধবার তথা ২৬ নভেম্বর সকাল ৬টা নাগাদ ফুটবল প্র্যাকটিসের উদ্দেশে বাড়ি থেকে বেরিয়েছিল এই কিশোর। এরপর থেকে প্রায় ৫ দিন কেটে গেলেও তাঁর কোনও খোঁজ নেই। চিন্তায় রয়েছে পরিবার। 

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
নরেন্দ্রপুর, দক্ষিণ ২৪ পরগনা, অর্পন মন্ডলঃ ফুটবল প্র্যাকটিসে বেরিয়েছিলেন। এরপর থেকে আর কোনও খোঁজ নেই। এলাকার এক উঠতি ফুটবলারের নিখোঁজ হওয়াকে কেন্দ্র করে নরেন্দ্রপুরে চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবার ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, নিখোঁজ কিশোরের নাম শুভঙ্কর বাড়ুই (১৫)। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে পুলিশ।
কান্নায় ভেঙে পড়েছে নিখোঁজ কিশোরের মাসি
কান্নায় ভেঙে পড়েছে নিখোঁজ কিশোরের মাসি
advertisement

জানা যাচ্ছে, গোড়খাড়া বিদ্যামন্দিরের নবম শ্রেণির ছাত্র নিখোঁজ শুভঙ্কর। গত বুধবার তথা ২৬ নভেম্বর সকাল ৬টা নাগাদ ফুটবল প্র্যাকটিসের উদ্দেশে বাড়ি থেকে বেরিয়েছিল সে। এরপর থেকে প্রায় ৫ দিন কেটে গেলেও তাঁর আর কোনও খোঁজ নেই। উদ্বিগ্ন পরিবার।

আরও পড়ুনঃ দত্তপুকুর লোকালের মহিলা যাত্রীদের দেখে অশ্লীল অঙ্গভঙ্গি! অভিযুক্তকে পোস্টে বেঁধে দেদার গণধোলাই, তুলে দেওয়া হল রেল পুলিশের হাতে

advertisement

নিখোঁজ এই কিশোর খুড়িগাছিতে তাঁর মাসি অসীমা দাসের বাড়িতে থাকত। ছোটবেলাতেই মা-কে হারিয়েছে সে। বাবার সঙ্গেও কোনও যোগাযোগ নেই। জানা গিয়েছে, পড়াশোনায় অনিচ্ছুক হওয়ায় মাসি তাঁকে মাঝেমাঝে বকাবকি করতেন। এরপরেই এই নিখোঁজের ঘটনা ঘটে বলে আশঙ্কা করছে পরিবার।

সেরা ভিডিও

আরও দেখুন
বেঙ্গালুরুর ফুল এখন পূর্ব মেদিনীপুরে! পলি গ্রিন হাউসের মাধ্যমে জারবেরা চাষে লাখ টাকা আয়
আরও দেখুন

এই ঘটনায় ইতিমধ্যেই নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেছে বাড়ির লোক। পুলিশ তদন্তও শুরু করেছে। সম্ভাব্য সমস্ত দিক খতিয়ে দেখা হচ্ছে বলে জানা গিয়েছে। স্থানীয় কিশোর এভাবে নিখোঁজ হয়ে যাওয়ায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। উদ্বিগ্ন শুভঙ্করের পরিবার ও আত্মীয়স্বজনেরা দ্রুত তাঁর সন্ধান দাবি করেছেন।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: ফুটবল প্র্যাকটিসে বেরিয়ে নিখোঁজ উঠতি ফুটবলার! ৫ দিন কেটে গেলেও খোঁজ নেই, পড়াশোনার জন্য বকাবকির পর থেকেই গায়েব
Open in App
হোম
খবর
ফটো
লোকাল