এছাড়াও রয়েছে ৪টি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্র। এই ব্লকের মাধবনগর গ্রামীণ হাসপাতালে বর্তমানে ১২ টি প্যাকেজর মাধ্যমে পরিষেবা দেওয়া হচ্ছে। যার মধ্যে রয়েছে চাইল্ড এন্ড মাদার কেয়ার। কমিউনিকেবল ডিজিজ ও নন কমিউনিকেবল ডিজিজের চিকিৎসা পরিষেবা। আলট্রাসনোগ্রাফি থেকে অত্যাধুনিক মেশিনে সম্পূর্ণ বিনা পয়সায় পরিষেবা পাচ্ছে স্থানীয় মানুষজন।
advertisement
ফলে দক্ষিণ ২৪ পরগনার এই এলাকার মানুষজনকে আর দূরে যেতে হচ্ছে না খুব একটা। এই বিষয়ে পাথরপ্রতিমার ব্লক স্বাস্থ্য আধিকারিক ডাক্তার মাহমুদ হোসেন বলেন, এখন এখান থেকে প্রায় সব রোগের চিকিৎসা পরিষেবা মেলে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এছাড়াও সমস্ত জটিল রোগের বেসিক চিকিৎসাও পাওয়া যায়। ফলে এই হাসপাতালের উপর নির্ভরশীল হয়ে পড়েছেন এলাকার মানুষজন। উন্নত চিকিৎসা পরিষেবা দেওয়াই এখন লক্ষ্য তাদের। এই হাসপাতালের চিকিৎসা পরিষেবা নিয়ে খুশি স্থানীয় বাসিন্দারাও।
নবাব মল্লিক