কথিত আছে এই অন্ধমুনির প্রকৃত নাম রামকুনু। তিনি সুন্দরবনের প্রত্যন্ত এলাকায় গভীর সাধনায় মগ্ন ছিলেন। সাধনার অন্তিম পর্যায়ে তাঁর ধ্যান ভঙ্গ হয়। ধ্যান ভঙ্গ হওয়ার পর গভীর অনুশোচনায় তিনি বেলকাঁটা দিয়ে নিজের চোখ নিজে নষ্ট করে ফেলেন।সেই থেকে তিনি হয়ে যান অন্ধমুনি। আর এলাকার নাম হয়ে যায় অন্ধমুনিতলা। নিজের বাকি জীবন তিনি সেখানেই কাটিয়ে দেন। তখন সুন্দরবনের প্রত্যন্ত এই এলাকা দিয়ে বয়ে যেত আদিগঙ্গা। কথিত আছে শ্রী চৈতন্য মহাপ্রভু তাঁর জীবদ্দশায় এই আদিগঙ্গা ধরে পৌঁছে গিয়েছিলেন অন্ধমুনিতলায়।
advertisement
আরও পড়ুন : এস্কেলেটর, লিফটের পাশাপাশি পাঁচতারা হোটেলের মতো লাউঞ্জ! বিমানবন্দরকেও টেক্কা দেবে বাংলার এক রেলস্টেশন
বর্তমানে চোখের বিভিন্ন সমস্যায় পুণ্যার্থীরা আসেন এই অন্ধমুনিতলায়। অনেকেরই চোখের সমস্যা ভাল হয়ে যায়। এমনই দাবি তাঁদের। বিশ্বাসে মিলায়ে বস্তু, এই আপ্তবাক্যটিকে স্মরণ করে আজও সেখানে আসেন লক্ষ, লক্ষ মানুষ।