মথুরাপুর এক নম্বর ব্লকের ঘোড়াদল নিবাসী ১ বছরের এক শিশুকে সর্দি, জ্বর ও ডায়েরিয়ার উপসর্গ নিয়ে মথুরাপুর ব্লক হাসপাতালে ভর্তি করেন পরিবারের লোকজনেরা। শারীরিক অবস্থার অবনতি দেখে ডায়মন্ড হারবার মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয় বলে হাসপাতাল সূত্রে জানা গিয়েছে। ভর্তির প্রায় আধ ঘণ্টা পর শিশুর মৃত্যু হলে চিকিৎসায় গাফিলতির অভিযোগ তুলে সরব হয় বাড়ির লোক।
advertisement
এরপর কর্তব্যরত চিকিৎসককে হেনস্থা করা হয়। চিকিৎসককে বাঁচাতে গিয়ে আহত হন দুই জন মেল নার্স, এক মহিলা নার্স ও অস্থায়ী কর্মীরা। এরপর বেশ কিছুক্ষণ কর্মবিরতিতে যান চিকিৎসকরা। ঘটনার পর আতঙ্কিত ডাক্তাররা হাসপাতালের নিরাপত্তা বাড়ানোর দাবি তুলেছেন। মথুরাপুর থানায় লিখিত অভিযোগ জানিয়েছেন তাঁরা।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সম্পূর্ণ ঘটনার কথা সিএমওইএইচকে জানানো হয়েছে বলে জানিয়েছেন বিএমওএইচ বেনীমাধব মাঝি। এই ঘটনায় আতঙ্কিত রোগী থেকে কর্তব্যরত চিকিৎসক সকলেই। যদিও মথুরাপুর থানার পক্ষ থেকে হাসপাতাল চত্বরে নিরাপত্তা বৃদ্ধির দাবি করা হয়েছে।






