মালদহ থেকে সুন্দরবন বেড়াতে এসে ব্যাগ হারিয়ে ফেলেছিলেন সুদীপ্তবাবু। গত বৃহস্পতিবার ঘটনাটি ঘটে। চারিদিকে খোঁজাখুঁজি করেও ব্যাগ না পেয়ে অবশেষে গত শুক্রবার গোসাবা থানার দ্বারস্থ হন তিনি। বন্ধুকে সঙ্গে নিয়ে থানায় একটি ডায়েরিও করেন।
আরও পড়ুনঃ ডুপ্লিকেট আঠায় ছেয়ে গিয়েছে বাজার! এবার অভিযানে নামল পুলিশ, ৪ দোকানের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের
advertisement
বিষয়টি জানতে পেরে গোসাবা থানার ওসি ত্রিদিব মল্লিক দ্রুত পদক্ষেপ করেন। পাখিরালয় এলাকার সমস্ত লঞ্চ ও ভুটভুটি সহ আশেপাশের হোটেলগুলিতে এই বিষয়ে সতর্ক করা হয়। অবশেষে সোমবার সন্ধ্যায় হারিয়ে যাওয়া ব্যাগটির খোঁজ পাওয়া যায়। ব্যাগ উদ্ধার করে পর্যটকদের খবর দেন ওসি। ভিডিও কলে ব্যাগটি দেখানো হয়। নিজের হারিয়ে যাওয়া ব্যাগ চিনতে পারেন সুদীপ্তবাবু। মঙ্গলবার সন্ধ্যায় গোসাবা থানায় এলে পুলিশের তরফ থেকে সেই ব্যাগ তাঁকে ফিরিয়ে দেওয়া হয়।
সকলের সামনে নিজেই ব্যাগের তালা খোলেন মালদহের ওই পর্যটক। দেখা যায়, সেখানে নগদ ৯০ হাজার টাকা সহ অন্যান্য মূল্যবান জিনিসপত্র সঠিক অবস্থাতেই রয়েছে। পুলিশের এই তৎপরতায় মুগ্ধ তিনি।
সুদীপ্তবাবু বলেন, “সুন্দরবনে বেড়াতে এসে জেটিতে ব্যাগ ফেলে চলে গিয়েছিলাম। চারিদিক খোঁজাখুঁজি করেও ব্যাগ পাইনি। অবশেষে থানায় আসি। গোসাবা থানার ওসি ও অন্যান্য পুলিশকর্মীরা সঙ্গে সঙ্গে উদ্যোগ নিয়ে ব্যাগ খুঁজে বের করেছেন। এই পুলিশকর্মীদের ধন্যবাদ জানাই।” এদিকে পর্যটকের হারিয়ে যাওয়া ব্যাগ খুঁজে দিতে পেরে খুশি গোসাবা থানার ওসি সহ অন্যান্য পুলিশকর্মীরাও।
