এলাকার বাসিন্দাদের সতর্ক করতে শনিবার সকাল থেকে শুরু হয়েছে মাইকিং। ধোনচির জঙ্গলে গ্রামবাসীদের মাছ ও কাঁকড়া ধরতে যেতে নিষেধ করা হয়েছে। জানা গিয়েছে, গত প্রায় এক সপ্তাহ আগে পাথরপ্রতিমার শ্রীধরনগর গ্রাম পঞ্চায়েতের উপেন্দ্রনগরে প্রথম বাঘের পায়ের ছাপ দেখা যায়। এরপরই বন দফতরের কর্মীদের বিষয়টি জানানো হয়েছিল।
আরও পড়ুন: এবার বাঁকুড়ায় ভুয়ো লটারির কারবার, গোপন অভিযানে জালিয়াতির পর্দাফাঁস করল সিআইডি! গ্রেফতার এক
advertisement
পরে তাঁরা ঘটনাস্থলে গিয়ে নাইলনের জাল দিয়ে পুরো এলাকাটি ঘিরে দিয়েছিলেন বন কর্মীরা। বাঘ যাতে লোকালয়ে ঢুকতে না পারে তার জন্য এই পদক্ষেপ করা হয়েছিল। সেই ঘটনায় প্রায় তিন দিন ধরে বাঘটিকে ধরার জন্য জঙ্গলের ভিতরে ছাগলের টোপ দিয়ে খাঁচা পাতা হয়েছিল। কিন্তু কোনও লাভ হয়নি। শেষ পর্যন্ত বন দফতরের পক্ষ থেকে নিশ্চিত করা হয়, লোকালয় লাগোয়া জঙ্গলে থাকা বাঘটি নদী পেরিয়ে ধোনচির জঙ্গলে চলে গিয়েছে।
এরপর থেকেই জি-প্লট গ্রাম পঞ্চায়েতের বাসিন্দারা আতঙ্কের মধ্যে পড়ে যান। কারণ ধোনচির খুব কাছের দ্বীপ হল এই গ্রাম পঞ্চায়েতটি। তাই বন দফতরের অনুমান, যে কোনও সময়ে নদী পেরিয়ে ওই বাঘটি এই দ্বীপে চলে আসতে পারে। সেই কারণে আগে ভাগে এলাকার বাসিন্দাদের সতর্ক ও সচেতন করতে এখানে মাইকিং শুরু হয়েছে। পাশাপাশি মাছ ও কাঁকড়া ধরতে যাওয়ার ক্ষেত্রেও জারি করা হয়েছে নিষেধাজ্ঞা। বিপদ এড়াতে আগেভাগেই সতর্ক করা হচ্ছে মানুষকে।
