দক্ষিণ চব্বিশ পরগনা জেলার জয়নগর থানার দক্ষিণ বারাশত সংলগ্ন হরি নারায়ণপুরের মাত্র দু’বছরের শিশু আরিশ। তাঁর যখন দেড় বছর বয়স, তখন থেকেই ১৩৫টি দেশের নাম, তাদের রাজধানী কোথায় ইংরেজি এবং বাংলায় বলতে অভ্যস্ত হয়ে পড়ে সে। এই বয়সেই প্রশ্ন করলে সঙ্গে সঙ্গে উত্তর দিতে পারার প্রতিভা অর্জন করেছে এই খুদে।
advertisement
আরও পড়ুনঃ মাছ চুরি করতে গিয়ে সব শেষ! ভেড়িতে প্রৌঢ়ের সঙ্গে যা হল…! শুনলে শিউড়ে উঠবেন
আরিশের মা রাইচা বিবি পেশায় গৃহবধূ, বাবা সাজাদ লস্কর ছোট্ট মুদিখানা দোকান চালিয়ে কোনও রকমে সংসার চালান।তাঁদের একমাত্র সন্তান আরিশের জন্ম ২০২৩ সালের ২ জুলাই। মাত্র দেড় বছর বয়স থেকে যে কথাটি শুনত, সেটি মনে রাখত এই খুদে। কিছুক্ষণ পরেই অনায়াসে বলতে পারত বলে দাবি তাঁর মা-বাবার। সেই সময় থেকেই আরিশের মা সন্তানের লেখাপড়া নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলেন।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
মাত্র কুড়ি মাস বয়সে ১৩৫টি দেশের নাম এবং তাদের রাজধানী, ৫৩টি কীটপতঙ্গ, ৪১টি শাক সবজি, ৩৫টি প্রাণী, ২৫ ধরনের মাছ, ২০টি ক্রিয়া, শরীরের ২০টি অংশ ও ২০টি পেশার নাম ইংরেজি থেকে বাংলা ও বাংলা থেকে ইংরেজি না ভেবেই বলতে পারার প্রতিভা অর্জন করে আরিশ। ইতিমধ্যেই বেশ সুনাম অর্জন করে ফেলেছে এই খুদে। তাঁর এই প্রতিভায় খুশি আরিশের পরিবার থেকে শুরু করে এলাকার মানুষজন।