মঙ্গলবার স্কুলে মিড ডে মিলের রান্না করতে এসে রাঁধুনিদের মাথায় হাত! কী করে রান্না হবে ভেবে দুশ্চিন্তায় পড়েন তাঁরা। শেষে শিক্ষকেরা দোকান থেকে বিস্কুট কিনে আনেন। পড়ুয়াদের সেটাই দেওয়া হয়। তবে স্কুলে চুরির এই ঘটনায় আতঙ্কিত শিক্ষকেরা। ইতিমধ্যেই বারুইপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।
advertisement
যদিও এই প্রথম নয়, এর আগেও স্থানীয় স্কুলে চুরির ঘটনা ঘটেছে। কিছুদিন আগে চম্পাহাটি নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ে গ্যাস সিলিন্ডার চুরি হয়। এই প্রসঙ্গে রিনা বিশ্বাস নামে একজন জানান, গতকাল স্কুলে গ্যাস ফুরিয়ে যাওয়ায় ৩টি ভর্তি সিলিন্ডার স্কুলে নেওয়া হয়। সেই সিলিন্ডারগুলি ভর্তি অবস্থাতেই স্কুলের রান্নাঘরে রাখা ছিল। স্কুলের তালা ভেঙে সেই গ্যাস চুরি করে নিয়ে গিয়েছে। এর জেরে স্কুলে মিড ডে মিল বন্ধ করে দেওয়া হয়। স্কুলের পক্ষ থেকে ছাত্রছাত্রীদের জন্য শুকনো টিফিনের ব্যবস্থা করা হয়েছিল।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এর আগে এই স্কুলের রান্নাঘর থেকে রান্নার বিভিন্ন মশলা, তেল চুরি হয়ে গিয়েছিল। এবার আস্ত গ্যাস সিলিন্ডার চুরি হয়ে গেল। সেই সঙ্গেই বেশ কয়েকটি সাইকেলও উধাও। স্কুলের তরফ থেকে পুরো ঘটনা পুলিশকে লিখিত আকারে জানানো হয়েছে। ইতিমধ্যেই তদন্ত শুরু হয়েছে।






