তারপর আজ দুপুরে আবার জোয়ার রয়েছে। ফলে এলাকায় জল ঢোকার আতঙ্ক তৈরি হয়েছে।স্থানীয় বাসিন্দারা অনেকেই এই জল নিয়ে আতঙ্কিত। এ নিয়ে মনিরুল ইসলাম খাঁ নামক এক ব্যক্তি জানিয়েছেন, ঘরের সদস্যদের নিয়ে নদী বাঁধের কাছে এসেছেন। এই জল ঢুকে ক্ষতি হয়েছে অনেকটাই।
আরও পড়ুন-দিঘার সমুদ্রে দানবীয়…! ছুটে এল কাতারে কাতারে মানুষ, ভয়ঙ্কর দৃশ্য দেখলে আঁতকে উঠবেন আপনিও
advertisement
এই জল ঢোকায় ৫০ বিঘারও বেশি চাষের জমি, ফিসারি, পুকুর, পানের বরজ জলমগ্ন হয়ে পড়েছে। বহু চাষের জমি এবং পানের বরজ ক্ষতিগ্রস্ত হওয়ায় মাথায় আকাশ ভেঙে পড়েছে স্থানীয়দের। নোনা জল ঢুকে যাওয়ায় এই সমস্যা হয়েছে।
আরও পড়ুন-১০ টাকার এই কয়েন রয়েছে? মুহূর্তে বদলে যাবে ভাগ্য… বিরাট সুখবর আপনার জন্য, কী করতে হবে জানুন
সকালেই জলমগ্ন এলাকা পরিদর্শনে গিয়েছিলেন সাগর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আব্দুল সামির শাহ, পঞ্চায়েত প্রধান গোবিন্দ মন্ডল-সহ সাগর ব্লক প্রশাসনের সিভিল ডিফেন্সের কর্মীরা।এলাকা পরিদর্শনের পর তারা জানিয়েছেন, একটি যায়গায় সমস্যা হয়েছিল সেখান থেকে নোনা জল এসেছে। সেই জায়গা মেরামত করার কাজ চলছে। মানুষের পাশে তারা সবসময় রয়েছেন।
নবাব মল্লিক





