আরও পড়ুনঃ দেশের ২৪৪ জেলায় ৭ মে মক ড্রিল! বাংলার কোন কোন জেলা আছে তালিকায়? যুদ্ধে নিজেদের বাঁচাতে কী করবেন?
ভিডিওতে দেখা যায়, গাছপালার ফাঁক দিয়ে ধীরে সুস্থে হাঁটছে একটি পূর্ণবয়স্ক রয়েল বেঙ্গল টাইগার। কোনও ভয় নেই, কোনও অস্থিরতা নেই যেন নিজের রাজত্বে নিশ্চিন্তে হাঁটছে সে। এই ঘটনায় চূড়ান্ত রোমাঞ্চিত পর্যটকরা। তাদের এক সদস্য উদ্দালক পাবলো জানিয়েছেন, “এটা আমাদের জীবনের সেরা মুহূর্ত। এত কাছ থেকে বাঘ দেখা এবং তা ক্যামেরায় বন্দি করা সত্যিই স্বপ্নের মতো লাগছে। বন দফতর সূত্রে জানা গেছে, এই সময়ে জঙ্গলে বাঘের দেখা পাওয়া সাধারণত কঠিন।
advertisement
তবে, বন সংলগ্ন এই পথেই মাঝেমধ্যেই বাঘ চলাফেরা করে। এই রকম ভিডিও বন দফতরের জন্যও গুরুত্বপূর্ণ প্রমাণ হিসাবে কাজ করে, যা বাঘের গতিবিধি পর্যবেক্ষণে সহায়ক। সুন্দরবনে বাঘ দেখা এখনও যেন এক অলৌকিক অভিজ্ঞতা। এই ঘটনা আবার প্রমাণ করল, প্রকৃতি নিজের রহস্যময় রূপ মাঝেমধ্যেই মানুষের সামনে খুলে দেয় তবে শুধুমাত্র ভাগ্যবানদের জন্য।
সুমন সাহা