TRENDING:

South 24 Parganas News: মধু সংগ্রহে আর যেতে হচ্ছে না জঙ্গলে, সুন্দরবনে বিকল্প কর্মসংস্থানের নাম 'বনফুল'

Last Updated:

দক্ষিণ ২৪ পরগনা বনদফতর সমবায়ের মাধ্যমে মধু সংগ্রহের মধ্যে দিয়েও বিকল্প কর্মসংস্থানের সৃষ্টি করছে । একাধিক বিট অফিস সংলগ্ন এলাকায় মৌমাছি বাক্স বসিয়ে তাতে মধু সংগ্রহ করেন আর অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন মেশিনে তা শোধন করে বোতল বন্দি করা হয়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
সুন্দরবন,কুলতলি, সুমন সাহা: পরিবারের মুখে দু’মুঠো ভাত তুলে দিতে নিত্যদিন জীবনকে বাজি রেখে মধু সংগ্রহ ও কাঁকড়া ধরতে সুন্দরবনের নদী, খাঁড়ি ও গভীর জঙ্গলে পাড়ি দেয় মৎসজীবীরা। নিত্যদিন তাঁরা নানা বিপদের সম্মুখীন হন। সরকারের পক্ষ থেকে কখনও ক্ষতিপূরণ মেলে, কখনও বৈধ কাগজপত্র না থাকার জন্য হয়রানির শিকার হতে হয় মৎস্যজীবীর পরিবার সদস্যদের ।
advertisement

এই সমস্ত পরিবারের কথা চিন্তা করে দক্ষিণ ২৪ পরগনা বনদফতর সমবায়ের মাধ্যমে মধু সংগ্রহের মধ্যে দিয়েও বিকল্প কর্মসংস্থানের সৃষ্টি করছে । একাধিক বিট অফিস সংলগ্ন এলাকায় মৌমাছি বাক্স বসিয়ে তাতে মধু সংগ্রহ করেন আর অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন মেশিনে তা শোধন করে বোতল বন্দি করা হয়। জঙ্গলমুখী মানুষদের কর্মসংস্থানের লক্ষ্যে দীর্ঘদিন ধরে বনদফতরের সঙ্গে এই কাজ করে আসছেন তারা। সরকারের সঙ্গে এক স্বেচ্ছাসেবী সংগঠন কুলতলিতে বিশেষ প্রশিক্ষণের মধ্যে দিয়ে বিকল্প কর্মসংস্থানের দিশা দেখাচ্ছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
অনেক হল এগ, চিকেন রোল...! একবার জাস্ট চেখে দেখুন মালদহের বিখ্যাত বাঁশ রোল
আরও দেখুন

বিশেষ করে সুন্দরবনের জঙ্গলে মাছ, কাঁকড়া ও মধু সংগ্রহ করতে গিয়ে মৎস্যজীবীরা বাঘের আক্রমণে প্রাণ হারাচ্ছেন। অনেকে গুরুতর জখমও হচ্ছেন । তাদের কথা চিন্তা করে, ভারত সরকার, পশ্চিমবঙ্গ সরকারের বন বিভাগ ও স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মৌমাছি পালনের মধ্য দিয়ে মধু সংগ্রহ করে জীবিকা নির্বাহ ও বিকল্প কর্মসংস্থানের সৃষ্টি করছে দক্ষিণ ২৪ পরগনা জেলার কুলতলি ব্লকের গুড়গুড়িয়া ভূবনেশ্বরী অঞ্চলের মানুষজন।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: মধু সংগ্রহে আর যেতে হচ্ছে না জঙ্গলে, সুন্দরবনে বিকল্প কর্মসংস্থানের নাম 'বনফুল'
Open in App
হোম
খবর
ফটো
লোকাল