এই সমস্ত পরিবারের কথা চিন্তা করে দক্ষিণ ২৪ পরগনা বনদফতর সমবায়ের মাধ্যমে মধু সংগ্রহের মধ্যে দিয়েও বিকল্প কর্মসংস্থানের সৃষ্টি করছে । একাধিক বিট অফিস সংলগ্ন এলাকায় মৌমাছি বাক্স বসিয়ে তাতে মধু সংগ্রহ করেন আর অত্যাধুনিক প্রযুক্তি সম্পন্ন মেশিনে তা শোধন করে বোতল বন্দি করা হয়। জঙ্গলমুখী মানুষদের কর্মসংস্থানের লক্ষ্যে দীর্ঘদিন ধরে বনদফতরের সঙ্গে এই কাজ করে আসছেন তারা। সরকারের সঙ্গে এক স্বেচ্ছাসেবী সংগঠন কুলতলিতে বিশেষ প্রশিক্ষণের মধ্যে দিয়ে বিকল্প কর্মসংস্থানের দিশা দেখাচ্ছে।
advertisement
বিশেষ করে সুন্দরবনের জঙ্গলে মাছ, কাঁকড়া ও মধু সংগ্রহ করতে গিয়ে মৎস্যজীবীরা বাঘের আক্রমণে প্রাণ হারাচ্ছেন। অনেকে গুরুতর জখমও হচ্ছেন । তাদের কথা চিন্তা করে, ভারত সরকার, পশ্চিমবঙ্গ সরকারের বন বিভাগ ও স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে মৌমাছি পালনের মধ্য দিয়ে মধু সংগ্রহ করে জীবিকা নির্বাহ ও বিকল্প কর্মসংস্থানের সৃষ্টি করছে দক্ষিণ ২৪ পরগনা জেলার কুলতলি ব্লকের গুড়গুড়িয়া ভূবনেশ্বরী অঞ্চলের মানুষজন।