সুন্দরবনের পরিবেশ রক্ষায় মুখ্য সৈনিক সুকুমারকে চিনুন
আরও পড়ুনঃ মাছ ধরতে যাওয়ার পথে বিপত্তি! ডুবল মৎস্যজীবী-সহ ট্রলার, রায়দিঘি জেটিতে হইচই কাণ্ড
ঝড়খালী সবুজ বাহিনীর সঙ্গে যুক্ত হন সুকুমার। নদীবাঁধ রক্ষা, পরিবেশ সচেতনতা এবং নদীবাঁধে নারকেলের চারা ও ম্যানগ্রোভের চারা রোপণের কাজ শুরু করেন তিনি। সুন্দরবনে প্রতি বছরই একটা না একটা প্রাকৃতিক দুর্যোগ লেগে থাকে। তাই সুন্দরবনকে রক্ষা করতে সুকুমারের পাশে এসে দাঁড়ান গ্রামের বহু গৃহবধূ। যারা এখন তাঁর অন্যতম সহযোগী।
advertisement
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
সুকুমার সানা এলাকার মানুষের কাছে “কোকোনাট ম্যান” নামে পরিচিত হয়ে ওঠেন। সুকুমার দিনের পর দিন ঝড়-বৃষ্টি, দুর্যোগ পেরিয়ে নদীর চরে গিয়ে নারকেল আর ম্যানগ্রোভ গাছ লাগান। সামাজিক কাজের পাশাপাশি তিনি নিজের ছোট্ট জমিতে কৃষিকাজ করে সংসার চালান। আধুনিক সুযোগ-সুবিধা ছাড়াই, নিরলস পরিশ্রম আর প্রকৃতির প্রতি ভালবাসা নিয়ে তিনি সুন্দরবনকে রক্ষার লড়াই চালিয়ে যাচ্ছেন। সুকুমার সানার জীবনযাত্রা আমাদের শেখায় শারীরিক প্রতিবন্ধকতা বা সামাজিক বঞ্চনা কিছুই থামাতে পারে না এক সত্যিকারের যোদ্ধাকে। শুধু তাই নয় বাকি জীবনটা তিনি এভাবেই সামাজিক কাজের মধ্যে দিয়ে কাটিয়ে দিতে চান।