TRENDING:

সুন্দরবনকে বাঁচাতে মরিয়া এক পায়ের 'সৈনিক'! প্রতিবন্ধকতাকে জয় করে ঝড়খালীর সুকুমার রোজ রোজ যা করে দেখাচ্ছেন...

Last Updated:

সুকুমার সানা এলাকার মানুষের কাছে "কোকোনাট ম্যান" নামে পরিচিত। এক পা নিয়ে সুন্দরবনকে বাঁচাতে মরিয়ে তিনি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
ঝড়খালি, দক্ষিণ ২৪ পরগনা, সুমন সাহাঃ দক্ষিণ ২৪ পরগনার ঝড়খালির লস্করপুর গ্রামের এক সংগ্রামী মানুষ, যিনি আজ সুন্দরবনের পরিবেশ রক্ষার একজন মুখ্য সৈনিক। আজ থেকে ২৭ বছর আগে একটি ভয়ানক দুর্ঘটনায় তাঁর বাম পা কেটে বাদ যায়। সেই সময় থেকেই তাঁর জীবন যুদ্ধ শুরু। পরিবার ও আত্মীয়-স্বজনের কাছ থেকে নানা রকম বঞ্চনার শিকার হন তিনি। তবুও ভেঙে না পড়ে মানুষের পাশে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন। নিজেকে মানসিকভাবে শক্ত করে তোলার জন্য তিনি সামাজিক কাজে জড়িয়ে পড়েন।
advertisement

সুন্দরবনের পরিবেশ রক্ষায় মুখ্য সৈনিক সুকুমারকে চিনুন 

আরও পড়ুনঃ মাছ ধরতে যাওয়ার পথে বিপত্তি! ডুবল মৎস্যজীবী-সহ ট্রলার, রায়দিঘি জেটিতে হইচই কাণ্ড

ঝড়খালী সবুজ বাহিনীর সঙ্গে যুক্ত হন সুকুমার। নদীবাঁধ রক্ষা, পরিবেশ সচেতনতা এবং নদীবাঁধে নারকেলের চারা ও ম্যানগ্রোভের চারা রোপণের কাজ শুরু করেন তিনি। সুন্দরবনে প্রতি বছরই একটা না একটা প্রাকৃতিক দুর্যোগ লেগে থাকে। তাই সুন্দরবনকে রক্ষা করতে সুকুমারের পাশে এসে দাঁড়ান গ্রামের বহু গৃহবধূ। যারা এখন তাঁর অন্যতম সহযোগী।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

সুকুমার সানা এলাকার মানুষের কাছে “কোকোনাট ম্যান” নামে পরিচিত হয়ে ওঠেন। সুকুমার দিনের পর দিন ঝড়-বৃষ্টি, দুর্যোগ পেরিয়ে নদীর চরে গিয়ে নারকেল আর ম্যানগ্রোভ গাছ লাগান। সামাজিক কাজের পাশাপাশি তিনি নিজের ছোট্ট জমিতে কৃষিকাজ করে সংসার চালান। আধুনিক সুযোগ-সুবিধা ছাড়াই, নিরলস পরিশ্রম আর প্রকৃতির প্রতি ভালবাসা নিয়ে তিনি সুন্দরবনকে রক্ষার লড়াই চালিয়ে যাচ্ছেন। সুকুমার সানার জীবনযাত্রা আমাদের শেখায় শারীরিক প্রতিবন্ধকতা বা সামাজিক বঞ্চনা কিছুই থামাতে পারে না এক সত্যিকারের যোদ্ধাকে। শুধু তাই নয় বাকি জীবনটা তিনি এভাবেই সামাজিক কাজের মধ্যে দিয়ে কাটিয়ে দিতে চান।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
সুন্দরবনকে বাঁচাতে মরিয়া এক পায়ের 'সৈনিক'! প্রতিবন্ধকতাকে জয় করে ঝড়খালীর সুকুমার রোজ রোজ যা করে দেখাচ্ছেন...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল