জানা যাচ্ছে, মাস সাতেক আগে বিবাহবন্ধনে আবদ্ধ হন কুলতলির শ্যামনগর এলাকা নিবাসী জগদীশ দাসের মেয়ে সুস্মিতা দাস। কুলতলিরই দেউলবাড়ি এলাকার কালিদাস নস্করের সঙ্গে তাঁর বিয়ে হয়। কিন্তু বিয়ের পর থেকে প্রতিনিয়ত অশান্তি হওয়ার কারণে সুস্মিতা স্বামীর বাড়ি ছেড়ে বাপেরবাড়িতে থাকতে শুরু করেন।
আরও পড়ুনঃ খাবারের সন্ধানে বাড়ির উঠোনে দাঁতাল হাতি! দরজা ভেঙে ঘরে ঢোকার চেষ্টা, দিনেদুপুরে ভয়ানক ঘটনা
advertisement
গতকাল রাতে হঠাৎ শ্বশুরবাড়িতে হাজির হন কালিদাস। সুস্মিতার চিৎকারে তাঁর বাবা-মা ছুটে এলে তাঁদের উপর চড়াও হয় সে। ধারালো অস্ত্র দিয়ে শ্বশুর-শাশুড়িকে এলোপাথাড়ি কোপ দিতে শুরু করেন ওই ব্যক্তি। এরপর সুস্মিতার মা-বাবার আর্তনাদে প্রতিবেশীরা বেরিয়ে এসে কালিদাসকে ধরে ফেলেন।
পাড়া প্রতিবেশীরা কালিদাসকে হাতেনাতে ধরে পুলিশে খবর দেন। ঘটনাস্থলে হাজির হয় পুলিশ। তাঁরা সেখান থেকে কালিদাসকে আটক করে। সেই সঙ্গেই সুস্মিতার মা-বাবাকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। চিকিৎসার জন্য তাঁদের কুলতলি ব্লক হাসপাতালে নিয়ে যায় কুলতলি থানার পুলিশ।