প্রশাসন সূত্রে জানা যায়, তিন মাস আগে আন্তর্জাতিক জলসীমান্ত লঙ্ঘনের অভিযোগে ভারতীয় উপকূলরক্ষী বাহিনী বাংলাদেশি দু’টি ট্রলার-সহ ৩২ জন মৎস্যজীবীকে আটক করেছিল। দীর্ঘ আইনি প্রক্রিয়ার পর তাঁদের বাংলাদেশে ফেরানোর ব্যবস্থা করেছে ভারত সরকার।
একই ভাবে সীমান্ত অতিক্রমের অভিযোগে বাংলাদেশের কোস্ট গার্ড আটক করেছিল ভারতের তিনটি ট্রলার ও ৪৭ জন মৎস্যজীবীকে। তাঁরাও বাংলাদেশে গত কয়েক মাস ধরে বন্দি ছিলেন। পরে দুই দেশের সরকার কূটনৈতিক আলোচনার মাধ্যমে নথিপত্র যাচাই ও আইনি বাধ্যবাধকতা শেষ করে তাঁদেরও স্বদেশে ফেরানোর সিদ্ধান্ত নিয়েছে।
advertisement
আন্তর্জাতিক জলসীমান্তের নির্ধারিত বিন্দুতে দুই দেশের উপকূল রক্ষী বাহিনীর উপস্থিতিতে আনুষ্ঠানিক হস্তান্তরণের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। মৎস্যজীবীদের মুক্তির খবরে কাকদ্বীপ, নামখানা ও ফ্রেজারগঞ্জ এলাকায় মৎস্যজীবীদের পরিবারে খুশির হাওয়া। তবে বাংলাদেশে এখনও বহু মৎস্যজীবী আটকে রয়েছেন। তাঁদের ফেরাতেও ভারত ও বাংলাদেশের বিদেশ মন্ত্রকের মাধ্যমে আইনি প্রক্রিয়া চলছে বলে জানানো হয়েছে মৎস্যজীবী সংগঠনের পক্ষ থেকে।






