তবে এবার সেই সমস্যা মিটে যাবে বলে ধারণা পোষ্য মালিকদের। সরকারিভাবে বিভিন্ন জায়গায় পশু, পাখি সহ গৃহপালিত বিভিন্ন প্রাণীর চিকিৎসার ব্যবস্থা থাকলেও, কুকুরের চিকিৎসা পরিষেবা নিয়ে একটু সমস্যায় পড়তে হত পোষ্য মালিকদের। তবে জয়নগরে এই পশু হাসপাতালে সারমেয়দের চিকিৎসায় বিশেষভাবে নজর দেওয়া হবে। ফলে এই উদ্যোগে খুব খুশি ‘ডগ লাভার’রা।
advertisement
আরও পড়ুন: সাতদিন ধরে নিখোঁজ, বালিঘাট থেকে উদ্ধার সেই মহিলার অর্ধেক দেহ! খোঁজ নেই নিম্নাংশের
এদিন কুকুরদের চিকিৎসার পাশাপাশি ভ্যাকসিনও দেওয়া হয়েছে। অনুষ্ঠান চলাকালীন একটি কুকুর হঠাৎ অসুস্থ হয়ে পড়ায়, তাকে সুস্থ করতে সেলাইন দেওয়া হয় এই শিবিরেই। তবে এখানে শুধু প্রাথমিক চিকিৎসা নয়, গুরুতর অসুস্থ হয়ে পড়লে, তার বিশেষ চিকিৎসার ব্যবস্থা থাকছে। পাশাপাশি পোষ্যদের প্রয়োজনে অস্ত্রপচারের ব্যবস্থা থাকছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এই অনুষ্ঠানে বহু মানুষ উপস্থিত ছিলেন। এদিন উদ্যোগী সংস্থার পক্ষ থেকে বলা হয়, পৌরসভার মাঠের পাশে তাদের এই চিকিৎসালয়ের মধ্যে দিয়ে এলাকার পশু পাখিদের চিকিৎসা করা হবে। আগামী ৬ মাস ১২ ঘন্টা করে প্রতিদিন এই চিকিৎসালয় খোলা থাকবে। পশু-পাখির জটিল রোগের চিকিৎসার পাশাপাশি ওষুধ দেওয়া হবে এই চিকিৎসালয়ের মধ্যে দিয়ে।





