এরপর সেই সংখ্যা বেড়ে হয় ২০। পর্যায়ক্রমে এই কাজ চলবে বলে জানিয়েছেন মথুরাপুরের ব্লক স্বাস্থ্য আধিকারিক বেনীমাধব মাঝি। শুধুমাত্র ভেষজ বাগান তৈরি নয় বাগানের প্রত্যেকটি গাছের সামনে লাগানো হয়েছে লেবেল। সেই লেবেলে গাছের নাম রয়েছে। হাসপাতালে আগত রোগী এবং তার পরিবারের লোকজনের ভেষজ উদ্ভিদ সম্বন্ধে সম্যক ধারণা তৈরি করতে এই কাজ করা হয়েছে।
advertisement
আরও পড়ুন: হাতি দেখতে গিয়ে বিপত্তি, কুয়াশার মধ্যে তেড়ে এল গজরাজ! হঠাৎ হানায় জখম যুবক, এলাকায় আতঙ্ক
বাগানে রয়েছে হরিতকি, বাসক, তুলসি সহ একাধিক ভেষজ গাছ। সঙ্গে বসানো হয়েছে আ্যলোবেরার মত গাছও। এই গাছগুলিকে কীভাবে রোগীদের প্রয়োজনে কাজে লাগানো যায় তার চিন্তাভাবনা চলছে বলে খবর। ভেষজ গাছ ছাড়াও সেখানে তেজপাতার মত অর্থকরী মশলার গাছ বসানো হয়েছে। শুধুমাত্র ভেষজ বাগান নয়, সমগ্র হাসপাতালে সৌন্দর্যায়নের জন্য বেশ কিছু সৌখিন গাছ বসানো হয়েছে।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
গাছের কোনওরকম রাতে কোনও ক্ষতি না হয় সেজন্য সর্বদা সেখানে চলছে নজরদারি। চলছে আগাছা পরিষ্কারের মত কাজ। এই কাজ মথুরাপুর ১ নং ব্লক পঞ্চায়েত সমিতির পক্ষ থেকে করা হচ্ছে বলে জানিয়েছেন পঞ্চায়েত সমিতির সভাপতি মানবেন্দ্র হালদার। এই কাজে খুশি স্থানীয় বাসিন্দা থেকে সকলেই।





