রাস্তার দাবি নিয়ে বাসিন্দারা আগে জেলা প্রশাসনের কাছে একাধিকবার স্মারকলিপি জমা দিয়েছেন। এই এলাকার বাসিন্দাদের অনেকে প্ল্যাকার্ড নিয়ে ধর্ণা দিয়েছেন। তাই রাস্তা পাকা হওয়ার খবর শুনে খুশি গ্রামের মহিলা-পুরুষ সকলেই। স্বাধীনতার পর এই প্রথম গ্রামের কাঁচা রাস্তা পাকা হবে। তাই আনন্দিত এলাকার সব মানুষ।
আরও পড়ুন: অবসরপ্রাপ্ত সেনা কর্মী আজ শাক বেচেন, সকাল হলেই বেরিয়ে পড়েন সাইকেল নিয়ে! মাসে পান মোটা পেনশনও
advertisement
এই উদ্যোগের ফলে এলাকার সাধারণ মানুষের দুর্ভোগ অনেকটাই কমবে বলে আশা করা হচ্ছে। বিশেষ করে বর্ষাকালে। এতদিন স্কুল-কলেজে থেকে শুরু করে হাসপাতাল, রাস্তার কারণে স্থানীয়দের দুর্ভোগ পোহাতে হত। অসুস্থ রোগীরা রাস্তা দিয়ে যাওয়ার সময় অনেকে আরও গুরুতর অসুস্থ হয়ে পড়তেন বলে অভিযোগ। পাকা রাস্তা হয়ে গেলে, সেইসব সমস্যা দূর হবে বলেই আশাবাদী স্থানীয়রা।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
কুলতলির গোপালগঞ্জ এলাকার এই রাস্তার জন্য এলাকায় দীর্ঘদিন সমস্যা ছিল। একাধিক রাজনৈতিক দল এখানে ক্ষমতায় টিকে থাকলেও এই রাস্তাটির এতদিন কোনও বদল হয়নি। শুধু নতুন রাস্তার অপেক্ষায় বসে থেকেছেন স্থানীয়রা। কিন্তু অবশেষে সেই কাঁচা রাস্তার হাল ফিরতে চলেছে। কষ্ট কাটিয়ে এবার পাকা রাস্তা ব্যবহার করবেন এলাকার মানুষ।





