TRENDING:

South 24 Parganas News: বারুইপুরে চোরের আতঙ্ক! হাওয়া হয়ে যাচ্ছে গ্যাস সিলিন্ডার-বাসনপত্র, আবারও ফিরল কাঠ জ্বালিয়ে রান্নার দিন

Last Updated:

South 24 Parganas News: গত এক সপ্তাহের মধ্যে বারুইপুর থানার অন্তর্গত দু'টি স্কুলে তালা ভেঙে চুরি মিড ডে মিল তৈরির ছ'টি গ্যাস সিলিন্ডার ও রান্নার সরঞ্জাম হয়েছে। এই ধরনের ঘটনায় আতঙ্কে রয়েছেন অন্যান্য স্কুলের শিক্ষক-শিক্ষিকারাও।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ২৪ পরগনা, বারুইপুর, সুমন সাহাঃ বারুইপুরের একের পর এক স্কুলে মিড ডে মিলের খাবার তৈরির গ্যাস সিলিন্ডার থেকে শুরু করে বাসনপত্র চুরির ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। পরপর সিলিন্ডার চুরির ঘটনার পর ফের‌ ফিরে এল কাঠের জ্বালে রান্না। গ্যাস সিলিন্ডার, বাসনপত্র চুরি যাওয়ার ভয়ে তা স্কুলের অফিস রুম কিংবা ক্লাসরুমে রাখা হচ্ছে। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে দেখা গেল এমনই ছবি।
advertisement

গত এক সপ্তাহের মধ্যে বারুইপুর থানার অন্তর্গত দু’টি স্কুলে তালা ভেঙে চুরি মিড ডে মিল তৈরির ছ’টি গ্যাস সিলিন্ডার ও রান্নার সরঞ্জাম হয়েছে। প্রথমে উত্তরভাগ কলোনী হাইস্কুলের গেটের তিনটি তালা ভেঙে দুষ্কৃতীরা ভিতরে ঢোকে। এরপর রান্নাঘরের তালা ভেঙে চারটি গ্যাস সিলিন্ডার ও চারটি সাইকেল চুরি করে নিয়ে পালায়। সপ্তাহখানেক হতে না হতেই টগর বেড়িয়া প্রাথমিক বিদ্যালয়ের রান্নাঘরের তালা ভেঙে চুরি যায় দু’টি গ্যাস সিলিন্ডার ও মিড ডে মিলের রান্নার সরঞ্জাম।

advertisement

আরও পড়ুনঃ পরকীয়া সন্দেহে স্ত্রীকে খু*ন! খালের জলে দেহ ফেললেন স্বামী, ভাঙড়ে হাড়হিম করা কাণ্ড

সিলিন্ডার, রান্নার সরঞ্জাম চুরি যাওয়ায় কোথাও রান্না করা খাবারের বদলে দেওয়া হচ্ছে বিস্কুট অথবা শুকনো খাবার, কোথাও আবার কাঠের জ্বালে কাঁদতে কাঁদতে রান্না করছেন মিড ডে মিলের রাঁধুনিরা! সব মিলিয়ে, মহা বিপদে পড়েছেন স্কুল কর্তৃপক্ষ। তাঁরা মিড ডে মিল ডিপার্টমেন্টের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে এই বিষয়ে জানিয়েছেন। সেই সঙ্গেই বারুইপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। পরপর দু’টি বিদ্যালয়ে মিড ডে মিলের গ্যাস সিলিন্ডার থেকে শুরু করে রান্নার সরঞ্জাম চুরির ঘটনায় আতঙ্কে রয়েছেন অন্যান্য স্কুলের শিক্ষকরাও।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
বারুইপুরের স্কুল থেকে গ্যাস সিলিন্ডার-বাসন চুরি! কাঠ জ্বালিয়ে রান্না হচ্ছে মিড ডে মিল
আরও দেখুন

সেই কারণে তাঁরা বাধ্য হয়ে মিড ডে মিলের গ্যাস সিলিন্ডার, ওভেন, থালা-বাসন, গামলা ও ডেকচি স্কুলের অফিস রুম কিংবা ক্লাসরুমের মধ্যেই রেখে দিচ্ছেন। কিন্তু তাও আতঙ্ক কাটছে না। এত সাবধানতার পরেও যদি মিড ডে মিলের রান্নার সরঞ্জাম চুরি যায় তাহলে কী করবেন? এই ভয়ে ঘিরে ধরেছে তাঁদের। চুরি যাওয়া স্কুলের শিক্ষক থেকে শুরু করে অন্যান্য স্কুলের আতঙ্কিত শিক্ষকদের একটাই দাবি, পুলিশ দ্রুততার সঙ্গে ব্যবস্থা গ্রহণ করুক, যাতে আগামী দিনে আর কোনও স্কুলে এইভাবে চুরির ঘটনা না ঘটে।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: বারুইপুরে চোরের আতঙ্ক! হাওয়া হয়ে যাচ্ছে গ্যাস সিলিন্ডার-বাসনপত্র, আবারও ফিরল কাঠ জ্বালিয়ে রান্নার দিন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল