কাকদ্বীপ এগ্রি-হর্টি কালচার সোসাইটির উদ্যোগে বিধান ময়দানে আয়োজিত হচ্ছে ফুল মেলা। হাজার হাজার মানুষ এই ফুলের সৌন্দর্য উপভোগ করছেন এবছর। সুন্দরবনের প্রত্যন্ত এলাকাগুলিতে সাধারণত শীতকালে ফুল চাষ হয়। বছরের অন্যান্য সময় গরম ও আর্দ্র আবহাওয়া থাকার কারণে ততটা ফুল চাষ হয় না। সেই মিথ ভেঙে দিতে চেয়েছেন উদ্যোক্তারা।
advertisement
১৯৯২ সাল থেকে চলছে এই মেলা। তারপর থেকে বেড়েছে মেলার পরিসর। উদ্যোক্তাদের মূল লক্ষ্য ছিল নোনা মাটির দেশে বিভিন্ন রকমের ফুল ও ফলের গাছ তৈরি করে সকলের নজর কাড়া। সেই উদ্যেশ্য আজ সফল। এখন এখানেই ফুটছে সমস্ত ফুল। সঙ্গে আনা হচ্ছে ফলের গাছ। ক্যাকটাস ও বনসাই থেকে শুরু করে কমলালেবুর গাছ সব কিছু দেখানো হয়েছে এই মেলায়।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
এবারের ফুলমেলায় হরেক রকম ফুলের সমাহার দেখতে দূর দূরান্ত থেকে মানুষ ছুটে আসছেন। এই ফুল মেলা অন্যান্য আর পাঁচটা মেলার থেকে আলাদা হওয়ায় মানুষের মনে দাগ কাটে প্রতিবছর। তবে এবছর বিদেশি বিভিন্ন ফুল আনায় মেলার কথা আরও বেশি করে ছড়িয়ে পড়েছে এলাকায়। অনেকেই আসছেন সেই ফুল দেখতে। ফুলমেলার পাশাপাশি এখান চিত্র প্রদর্শনীর একটি গ্যালারিও খোলা হয়েছে।





