TRENDING:

বারুইপুরে ছিনতাইয়ের ঘটনায় বড়সড় সাফল্য, ১২০ ঘণ্টার মধ্যে পুলিশের জালে ২, উদ্ধার ১০ লক্ষ

Last Updated:

Baruipur Theft: গত ৪ সেপ্টেম্বর বারুইপুর ক্যানিং রোডে ছোয়ানি মোড়ে ধান ব্যবসায়ীর কাছ থেকে ছিনতাই হয় সাড়ে ১২ লক্ষ টাকা। ছিনতাইয়ের ঘটনার একশো কুড়ি ঘন্টা পর গ্রেফতার হল দুই ছিনতাইবাজ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বারুইপুর, দক্ষিণ ২৪ পরগনা, অর্পন মন্ডল: বড়সড় সাফল্য পেল বারুইপুর থানার পুলিশ। গত ৪ সেপ্টেম্বর বারুইপুর ক্যানিং রোডে ছোয়ানি মোড়ে এক ধান ব্যবসায়ীর কাছ থেকে ছিনতাই হয় সাড়ে ১২ লক্ষ টাকা। ছিনতাইয়ের ঘটনার একশো কুড়ি ঘন্টা পর গ্রেফতার হল দুই ছিনতাইবাজ। উদ্ধার ৯ লক্ষ ৪২ হাজার টাকা।
বড়সড় সাফল্য পেল বারুইপুর থানার পুলিশ, উদ্ধার চুরি যাওয়া টাকা
বড়সড় সাফল্য পেল বারুইপুর থানার পুলিশ, উদ্ধার চুরি যাওয়া টাকা
advertisement

ছিনতাইয়ের ঘটনায় গ্রেফতার দুই ব্যক্তির নাম শুকুর আলি লস্কর ও মুস্তাফা সরদার। দুজনের বাড়ি বারুইপুরের বেলেগাছি ও হাড়দহ এলাকায়। ধৃত দুজনের বিরুদ্ধে আগে কোন ক্রাইম রেকর্ড নেই বলেই সাংবাদিক বৈঠকে জানিয়েছেন এসডিপিও বারুইপুর অভিষেক রঞ্জন।

আরও পড়ুনঃ কবরস্থান লাগোয়া পরিত্যক্ত বাড়ির ঝোপে র*ক্তমাখা… কাছে যেতেই শিউরে উঠল গা! কে বা কারা করল এমন নৃশংস কাজ?

advertisement

মঙ্গলবার সন্ধ্যায় বারুইপুর থানায় সাংবাদিক বৈঠক করেন এসডিপিও বারুইপুর অভিষেক রঞ্জন। তিনি জানান, ভাঙরের কাশিপুর থানার অন্তর্গত ভুমরু গ্রামের ধান ব্যবসায়ী শাহাবুদ্দিন মোল্লা গত বৃহস্পতিবার বিকেলে হোটেলে খাবে বলে বারুইপুর ক্যানিং রোডের ছয়ানি মোড়ে দাঁড়িয়ে ছিলেন। সেই সময় দুই ছিনতাইবাজ তার কাঁধে ঝোলানো কালো রঙের ব্যাগে বন্দুক আছে বলে চেঁচাতে শুরু করে। ব্যবসায়ীকে মারধর করতে থাকে। চিৎকার চেঁচামেচি শুনে আরও চার ছিনতাইবাজ ঘটনাস্থলে আসে এবং ব্যবসায়ীর কাছ থেকে কালো ব্যাগটি ছিনিয়ে নিয়ে চলে যায়।

advertisement

আরও পড়ুনঃ বাবা জেনারেল কাস্ট অথচ ছেলে এসসি! পঞ্চায়েত প্রধানের বিরুদ্ধে জাল জাতি শংসাপত্র তৈরির অভিযোগ, DM-কে ইমেল বিজেপি নেতার

এরপরেই ব্যবসায়ী শাহাবুদ্দিন মোল্লা বারুইপুর থানায় অভিযোগ দায়ের করেন। ব্যবসায়ী জানান, তাঁর ব্যাগে সাড়ে ১২ লক্ষ টাকা ছিল। যেটা তিনি কৃষকদের কাছ থেকে কেনা ধানের জন্য পেমেন্ট করবেন বলে নিয়ে এসেছিল। এদিন এসডিপিও জানান এখনও তদন্ত চলছে। বাকি টাকা উদ্ধার ও বাকি দুষ্কৃতীদের ধরার খোঁজে তদন্ত চালাচ্ছে বারুইপুর থানার পুলিশ।

advertisement

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
বারুইপুরে ছিনতাইয়ের ঘটনায় বড়সড় সাফল্য, ১২০ ঘণ্টার মধ্যে পুলিশের জালে ২, উদ্ধার ১০ লক্ষ
Open in App
হোম
খবর
ফটো
লোকাল