তবে পূর্তদফতরের এক অতিরিক্ত বাস্তুকার বলেন, আগামি জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে সেতুটি চালু হয়ে যাবে। খালে হিউম পাইপ ফেলার কাজে একটু সমস্যা হচ্ছে। তাই দেরি হয়েছে। হাল খারাপ হয়ে যাওয়ায় ২০২২ সালের জুলাই মাসের দিকে এখানে থাকা কংক্রিটের সেতু ভেঙে ফেলা হয় পূর্তদফতর নতুন করে সেতু নির্মাণের কাজ শুরু করে।
advertisement
আরও পড়ুন: ব্লকে ব্লকে প্রস্তুত ধান ক্রয় কেন্দ্র, ক্যুইন্টাল পিছু দাম ২,৩২০ টাকা
এই সেতুর উপর দিয়েই জয়নগর থেকে শুরু করে মন্দিরবাজার, মথুরাপুর, কুলতলি সহ দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন প্রান্তে যাওয়া যায়। বারুইপুরে আসতে গেলে এর উপর দিয়েই আসতে হয়। এলাকার বাসিন্দারা দাবি, সূর্যপুরে সব্জির বড় হাট বসে। ব্যবসায়ীদের খুব অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে। দুই বছর হয়ে গেলেও একটা সেতু নির্মাণ শেষ হল না। আর কত বছর সময় লাগবে, তা প্রশাসনের লোকজনই বলতে পারবে।
সুমন সাহা