TRENDING:

South 24 Parganas News: কবে চালু হবে সূর্যপুর সেতু! অবশেষে জানা গেল সেই শুভ সময়, এখন শুধু দিন কয়েকের অপেক্ষা

Last Updated:

পুজোর আগেই সেতুটি চালু হওয়ার কথা থাকলেও এখনও হয়নি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ২৪ পরগনা: দু’বছর হয়ে গেল। তারপরেও বারুইপুরের কুলপি শেষ হল না গুরুত্বপূর্ণ সূর্যপুর সেতুর নির্মাণ। অভিযোগ, প্রশাসনিক বৈঠকে বলা হয়েছিল, পুজোর আগেই সেতুটি চালু হয়ে যাবে। কিন্তু কাজের গতি অত্যন্ত শ্লো থাকায় তা হল না। এতে ক্ষুব্ধ এলাকার মানুষজন। তাঁদের অভিযোগ, কাজ ঠিক সময়ে শেষ করার ব্যাপারে কোনও নজরদারি করছে না প্রশাসন।
সূর্যপুর সেতু
সূর্যপুর সেতু
advertisement

তবে পূর্তদফতরের এক অতিরিক্ত বাস্তুকার বলেন, আগামি জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে সেতুটি চালু হয়ে যাবে। খালে হিউম পাইপ ফেলার কাজে একটু সমস্যা হচ্ছে। তাই দেরি হয়েছে। হাল খারাপ হয়ে যাওয়ায় ২০২২ সালের জুলাই মাসের দিকে এখানে থাকা কংক্রিটের সেতু ভেঙে ফেলা হয় পূর্তদফতর নতুন করে সেতু নির্মাণের কাজ শুরু করে।

আরও পড়ুন: এলাচগুঁড়ো, ঘি, কাজুবাদাম, কিশমিশের পাকে দুধ জ্বাল দিয়ে বাড়িতে সহজেই বানান সাবুর পায়েস, রইল চটজলদি রেসিপি

advertisement

আরও পড়ুন: ব্লকে ব্লকে প্রস্তুত ধান ক্রয় কেন্দ্র, ক্যুইন্টাল পিছু দাম ২,৩২০ টাকা

এই সেতুর উপর দিয়েই জয়নগর থেকে শুরু করে মন্দিরবাজার, মথুরাপুর, কুলতলি সহ দক্ষিণ ২৪ পরগনার বিভিন্ন প্রান্তে যাওয়া যায়। বারুইপুরে আসতে গেলে এর উপর দিয়েই আসতে হয়। এলাকার বাসিন্দারা দাবি, সূর্যপুরে সব্জির বড় হাট বসে। ব্যবসায়ীদের খুব অসুবিধার মধ্যে পড়তে হচ্ছে। দুই বছর হয়ে গেলেও একটা সেতু নির্মাণ শেষ হল না। আর কত বছর সময় লাগবে, তা প্রশাসনের লোকজনই বলতে পারবে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
গ্রামের মেয়ে রজনী বাউরি, বাঁকা কথা উড়িয়েছেন ড্রিবল করে,পায়ে বল স্বপ্ন দেশের হয়ে খেলার
আরও দেখুন

সুমন সাহা

বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
South 24 Parganas News: কবে চালু হবে সূর্যপুর সেতু! অবশেষে জানা গেল সেই শুভ সময়, এখন শুধু দিন কয়েকের অপেক্ষা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল