ভুয়ো ওয়েবসাইট থেকে আলিপুর মিউজিয়ামের টিকিট বিক্রি করছে প্রতারকরা। আর সেই টিকিট কিনে প্রতারিত হচ্ছেন বহু মানুষ। এই মিউজিয়ামের প্রবেশমূল্য ৩০ টাকা। অনলাইনেও সেই একই দাম রাখা হয়েছে। ফলে সাধারণ মানুষজন ভাবছেন এটাই আসল।
advertisement
সরকারিভাবে ‘যাত্রীসাথী’ অ্যাপ থেকে অনলাইনে দক্ষিণ ২৪ পরগনার এই মিউজিয়ামের টিকিট কাটা যায়। সেখানে আলিপুর মিউজিয়ামে ক্লিক করে ‘বুক টিকিট’ লেখা জায়গায় যেতে হয়। তারপর কোন তারিখে যেতে চান, সেই দিন নির্বাচিত করে কাটতে হয় টিকিট। এদিকে বেআইনি ওয়েবসাইটটির ইন্টারফেস হুবহু অফিসিয়াল জেল মিউজিয়ামের ওয়েবসাইটের মতো। আসল ওয়েবসাইটের ছবিগুলিও সেখানে ব্যবহার করেছে প্রতারকরা। ফলে যাঁরা ওই ওয়েবসাইট খুলে টিকিট কাটছেন, তাঁরা ভাবছেন অফিসিয়াল ওয়েবসাইট থেকেই টিকিট কাটছেন তাঁরা।
আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন
বহু মানুষ অনলাইনে টিকিট কাটার জন্য গুগলে সার্চ করেন। এমনভাবে এই ভুয়ো ওয়েবসাইটটি তৈরি করা হয়েছে, আলিপুর মিউজিয়ামের টিকিট বুকিং সার্চ করলেই সেটি বেরিয়ে আসছে। গোটা ঘটনাটি খতিয়ে দেখছে পুলিশ। বিষয়টি নজরে এসেছে জেল মিউজিয়াম কর্তৃপক্ষের। তাঁরাও অভিযোগ জানিয়েছেন। শীতের মরশুমে প্রচুর পর্যটক আসেন। এই সুযোগটাই কাজে লাগিয়েছে প্রতারকরা। তবে দ্রুত প্রতারকদের নাগাল পাওয়ার আশ্বাসও দেওয়া হয়েছে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে।






