TRENDING:

AI Research Assistance: সহযোগীর ভূমিকায় এআই! যাদবপুর বিশ্ববিদ্যালয় দিল নয়া চমক, কাজ সহজ হবে গবেষকদের

Last Updated:

AI Research Assistance: কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত গবেষণা প্ল্যাটফর্ম রিসার্চারনেটের উদ্বোধন হয়ে গেল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। গবেষণার কাজে মিলবে বহু সুবিধা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
দক্ষিণ ২৪ পরগনা, যাদবপুর সুমন সাহা: বর্তমানে এআই নির্ভর হচ্ছে নতুন যুগের প্রযুক্তি। সেই কথা মাথায় রেখে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত গবেষণা প্ল্যাটফর্ম রিসার্চারনেটের উদ্বোধন হয়ে গেল। যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এদিন ভারতের প্রথম সম্পূর্ণ AI-চালিত সহযোগী গবেষণা প্ল্যাটফর্ম “রিসার্চারনেট” এর উদ্বোধন করা হয়েছে।
গবেষণার সহযোগী এআই প্ল্যাটফর্ম চালু করল যাদবপুর বিশ্ববিদ্যালয়।
গবেষণার সহযোগী এআই প্ল্যাটফর্ম চালু করল যাদবপুর বিশ্ববিদ্যালয়।
advertisement

এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের তথ্য প্রযুক্তি দফতরের প্রাক্তন মন্ত্রী দেবেশ দাস। এছাড়া উপস্থিত ছিলেন আইএসআই-এর অধ্যাপক, যাদবপুর বিশ্ববিদ্যালয়ের আইআইসির সভাপতি ও যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক, অধ্যাপিকারা। এই প্ল্যাটফর্মটি একটি গুরুত্বপূর্ণ সমস্যা সমাধানের লক্ষ্যে কাজ করছে। গবেষকদের ৪০% সময় প্রশাসনিক কাজে নষ্ট হয়ে যায়। তাই রিসার্চারনেট সহযোগিতা, AI- চালিত গবেষণা সহায়তা এবং প্রকাশনা ব্যবস্থাপনাকে একটি একীভূত সমাধানে সংযুক্ত করেছে।

advertisement

আরও পড়ুন: ব্যবসায় সামান্য বদল এনে বাজিমাত, হু-হু করে আয় বাড়ছে শিল্পীদের! পুতুলগ্রামে এবার মিলছে কাঠের আসবাব

এদিন SVIST-এর ডিন সন্দীপ দত্ত বলেন, “রিসার্চারনেট গবেষকদের কাজের পদ্ধতি পরিবর্তন করছে। আমরা একাধিক সরঞ্জাম ব্যবহারের জটিলতা দূর করেছি। এখন গবেষকরা যা গুরুত্বপূর্ণ, তাতে মনোনিবেশ করতে পারবেন।” ডিব্র ফাউন্ডেশনের সহ-প্রতিষ্ঠাতা ডঃ আসফাক আলী বলেন, আমাদের AI গবেষণা বোঝে। এটি জ্ঞানের ফাঁক চিহ্নিত করে। সহযোগীদের পরামর্শ দেয়। জার্নালের সুপারিশ করে এবং এমনকি প্রকল্পের ফলাফলের পূর্বাভাসও দেয়। আমরা গবেষণা বুদ্ধিমত্তা সবার জন্য সহজলভ্য করছি।

advertisement

View More

আপনার শহরের হাসপাতাল এবং চিকিৎসকদের নামের তালিকা পেতে এখানে Click করুন

সেরা ভিডিও

আরও দেখুন
রেলগেট বন্ধ হলে ১ ঘণ্টার ঝক্কি,দেবে-র আশ্বাসে পাঁশকুড়ায় এবার রেল যন্ত্রণা থেকে মুক্তি
আরও দেখুন

জানা যায়, এর প্রধান বৈশিষ্ট্যগুলির মধ্যে রয়েছে, রিয়েল-টাইম সহযোগিতা এবং ভিডিও কনফারেন্সিং সহ একীভূত কর্মস্থান। গবেষণা নথি বোঝার জন্য “Chat with Paper” AI। এছাড়াও অনাবিষ্কৃত ক্ষেত্র খুঁজে পেতে রয়েছে স্মার্ট গবেষণা ফাঁক বিশ্লেষণ। আগ্রহ এবং দক্ষতার ভিত্তিতে সহযোগী ম্যাচিং। সম্মেলন এবং জার্নাল সুপারিশ। একীভূত চুরি সনাক্তকরণ সহ আরও অনেক সুবিধা রয়েছে এই নতুন প্ল্যাটফর্মে। এদিন এই কৃত্রিম বুদ্ধিমত্তা চালিত গবেষণা প্ল্যাটফর্ম রিসার্চারনেট পথ চলা শুরু করল। আর এই গবেষণা ছাত্র ছাএীদের পাশাপাশি বর্তমান প্রজন্মের বহু মানুষের কাজে লাগবে বলে দাবি করেন গবেষকরা।

advertisement

Click here to add News18 as your preferred news source on Google.
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে  ক্লিক করুন এখানে ৷ 
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
AI Research Assistance: সহযোগীর ভূমিকায় এআই! যাদবপুর বিশ্ববিদ্যালয় দিল নয়া চমক, কাজ সহজ হবে গবেষকদের
Open in App
হোম
খবর
ফটো
লোকাল